• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা মাঘ ১৪৩১ দুপুর ০২:৪৪:৪২ (14-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা মাঘ ১৪৩১ দুপুর ০২:৪৪:৪২ (14-Jan-2025)
  • - ৩৩° সে:

গাজীপুরে অধিকার আদায়ের লক্ষ্যে শ্রমিক সমাবেশ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে শ্রমিক, ছাত্র, ইজি-বাইক চালক ও হকারদের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকারের সাংবিধানিক নিশ্চয়তার দাবিতে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।২৯ নভেম্বর শুক্রবার বিকেল ৩টায় অভ্যুত্থানকারী ছাত্র-শ্রমিক-জনতার উদ্যোগে আয়োজিত এই সমাবেশটি গাজীপুর নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ এক অভূতপূর্ব সংহতির বার্তা দেয়।অনুষ্ঠানের প্রধান বক্তা ও অভ্যুত্থানকারী ছাত্র-শ্রমিক-জনতার আহ্বায়ক আরমান হোসেন বলেন, শ্রমিক, ছাত্র ও সাধারণ জনগণের অধিকার আদায়ের এ সংগ্রাম শুধু একটি সমাবেশ নয়, বরং একটি গণজাগরণের সূচনা।আমরা দাবি জানাই প্রত্যেক শ্রমিক, শিক্ষার্থী ও হকারের অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকার সাংবিধানিকভাবে সুরক্ষিত করা হোক। এই অন্যায় ও বৈষম্যমূলক সমাজব্যবস্থা বদলানোর জন্য ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই।সমাবেশে আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী সত্যজিৎ বিশ্বাস, শ্রমিক সংগঠক লিপি আক্তার, মহিদুল ইসলাম দাউদ, বশির আহমেদ অপু, জাতীয় নাগরিক কমিটির সদস্য জনি আকন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আব্দুল্লাহ আল মাহিম।