সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ৫ কাঁকড়া ব্যবসায়ী আটক
রামপাল প্রতিনিধি: সুন্দরবনের কালাবগি এলাকায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের অবৈধ কাঁকড়াসহ ৫ কাঁকড়া ব্যবসায়ীকে আটক করা হয়েছে।১০ জানুয়ারি শনিবার দুপুরে মোংলাস্থ কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৯ জানুয়ারি শুক্রবার রাত ৮টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের কালাবগি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে তল্লাশি চালিয়ে প্রায় ৫ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের ৪৯০ কেজি অবৈধ কাঁকড়া উদ্ধার করা হয়।এ সময় কাঁকড়া শিকার ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তরুণ সরকার, মনজুর ঢালী, মোহাম্মদ জাহাঙ্গীর গাজী, মাসুম বিল্লাহ ও মোহাম্মদ আজাদ সানাকে আটক করা হয়। আটক সবাই দাকোপ উপজেলার কালাবগি এলাকার বাসিন্দা।কোস্ট গার্ড জানায়, জব্দকৃত কাঁকড়া ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন আরও বলেন, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।উল্লেখ্য, কাঁকড়ার প্রজনন মৌসুম হওয়ায় জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাস সুন্দরবন থেকে কাঁকড়া শিকার, আহরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে।