কেরানীগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি করায় জরিমানা
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে ঢাকার কেরানীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।১৩ জানুয়ারি মঙ্গলবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি রোডের মদিনানগর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ)-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ।অভিযোগ রয়েছে, কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছিল। অভিযানে দুটি মামলায় মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।উপজেলা প্রশাসন সূত্র জানায়, ভোক্তা, সাধারণ মানুষ ও বিভিন্ন গণমাধ্যমে পাওয়া অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের জরিমানা করা হয়। একই সঙ্গে কয়েকজন বিক্রেতাকে সতর্ক করা হয়েছে।কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক বলেন, এলপিজি গ্যাসের বাজার পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসন সতর্ক রয়েছে। কোনো অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকার নির্ধারিত মূল্যের বাইরে বিক্রির কোনো সুযোগ নেই। এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।