সেনবাগে কুকুরের কামড়ে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে মো. জাকির হোসেন (২২) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু হয়েছে।১১ জানুয়ারি রোববার দিবাগত রাত ১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় তার মৃত্যু হয়। সোমবার সকালে লালপুর গ্রামে তাকে দাফন করা হয়।নিহত জাকির হোসেন সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের কলআলা বাড়ির মো. রফিকের ছেলে। তিনি কাবিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের একজন সক্রিয় নেতা ছিলেন।কাবিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি সামছুল হক সামু পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, প্রায় এক মাস আগে জাকির হোসেনকে একটি কুকুর কামড়ায়। তবে বিষয়টিকে তিনি গুরুত্ব দেননি এবং তখন চিকিৎসা নেননি। রোববার সকাল থেকে তার শরীরে বিষক্রিয়া দেখা দিলে বিষয়টি পরিবার ও স্থানীয়দের নজরে আসে।তিনি আরও জানান, অসুস্থ অবস্থায় প্রথমে জাকির হোসেন কাউকে তার কাছে আসতে নিষেধ করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় তিনি মৃত্যুবরণ করেন।