• ঢাকা
  • |
  • সোমবার ২রা ভাদ্র ১৪৩২ রাত ০২:০৮:৪০ (18-Aug-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

সৈয়দপুরে কুকুরের কামড়ে আহত ১১ পথচারী হাসপাতালে

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর শহরের মোড়ে মোড়ে এখন বেওয়ারিশ কুকুরের জটলা। দলবেঁধে চলা এসব কুকুরের উপদ্রবে অতিষ্ঠ এলাকার লোকজন। শহরের কোনো কোনো মহল্লায় সন্ধ্যার পর কুকুরের কারণে চলাচল করা দুষ্কর। কেউ কেউ কুকুরের কামড়ের ভয়ে অন্য পথে চলাচল করে।৯ আগস্ট রাতে শহরের কাজীপাড়া,পাঁচমাথা ও গোয়ালপাড়ায় জটলা বেঁধে থাকা কুকুরের কামড়ে ১১ জন পথচারী আহত হয়েছেন। বর্তমানে তারা সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন।কুকুরের কামড়ে আহত দোকানদার গোলাম রব্বানী বলেন, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হঠাৎ কুকুর কামড় দেয়।সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাজমুল হুদা বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক নুর-ই–আলম সিদ্দিকী বলেন, পৌর এলাকায় অনেক দিন থেকে কুকুরের উপদ্রব বেড়েছে। হাইকোর্টে রিট থাকায় পৌরসভা কর্তৃক নিধন বা নিয়ন্ত্রণের সুযোগ নেই। তবে আইন মেনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।