ক্যাম্পাস প্রতিনিধি: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মূল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে Mercedes Benz and Honda প্রেজেন্টস socio camp XII, co-sponsored by Dheu, in association with Cinnabon. এর প্রথম কর্মশালা। Socio Camp XII এর অন্যান্য স্পন্সর দের মধ্যে রয়েছে, Beansprout, Clemon, Mumtaz এবং আল আরাফাহ ইসলামী ব্যাংক পিয়েলসি, যারা একাধারে ডায়মন্ড, গোল্ড, প্ল্যাটিনাম এবং ব্রোঞ্জ পার্টনার।
২৬ সেপ্টেম্বর শুক্রবার সোশিও ক্যাম্পের বারোতম অধ্যায়ের যাত্রা শুরু হয়েছে এই কর্মশালার মধ্য দিয়ে।
সোশিও ক্যাম্প হলো সামাজিক সচেতনতাকে কেন্দ্র করে গড়ে ওঠা কেইস কম্পিটিশন। এটি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সোশ্যাল সার্ভিসেস ক্লাবের একটি বাৎসরিক উদ্যোগ, যার মাধ্যমে তরুণ প্রজন্মকে সামাজিক বিভিন্ন সমস্যার সমাধানের সাথে সম্পৃক্ত করা হয়ে থাকে। এ বছরের সোশিও ক্যাম্প ১২, পূর্ববর্তী বছরগুলোর তুলনায় এবার বড় আকারে আয়োজন করা হয়েছে। এবার মোট ৬২৪টি টিম অংশগ্রহণ করেছে।
প্রথম কর্মশালাটি ছিল অত্যন্ত অনুপ্রেরণামূলক। কর্মশালাটিতে বক্তা হিসেবে ছিলেন চৌধুরী মোহাম্মদ নাবিল হাসান ও সিফাত উল হক সনেট যারা তাদের অভিজ্ঞতা থেকে প্রতিযোগীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী আলোচনা করেছেন।
কর্মশালাটি আরম্ভ হয় সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সভাপতি মৌরীন ইসলাম ও হেড অব মার্কেটিং সাদমান ফেরদৌসের এই আয়োজনটি করার অভিজ্ঞতা ও উদ্দেশ্য সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
কর্মশালার সমন্বয়ক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার নাজমুন নাহার সোশিও ক্যাম্পের প্রথম পর্বের কেইস এবং সকল নির্দেশনাবলী বিস্তারিত আলোচনা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available