সাভার প্রিতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সাভার উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ২ ঘন্টার কর্মবিরতি পালন করেছে।

৩০ নভেম্বর রবিবার সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত সাভার উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে এ কর্মবিরতি পালন করা হয়।


উপজেলার সকল সরকারি প্রতিষ্ঠানের কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টবৃন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে মানববন্ধনসহ কর্মবিরতি পালন করে।
এ সময় বক্তারা জানান, দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার প্রস্তুতি রয়েছে। দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ করে বক্তারা বলেন, করোনা, ডেঙ্গু, নিপাহসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও ন্যায্য গ্রেড থেকে তারা বঞ্চিত। দাবি আদায় না হলে এরপর অর্ধদিবসসহ সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচী ঘোষনা হবে।
অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে।
কর্মবিরতি থেকে দ্রুত সময়ের মধ্যে বৈষম্য দূর করে দশম গ্রেড বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করা হয়। মেডিকেল টেকনোলজিস্ট ও ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের ব্যানারে এ কর্মবিরতি পালন করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available