গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে দুটি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। কলেজ দুটি হলো শ্রীপুর সরকারি কলেজ ও পিয়ার আলী কলেজ। গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সোহাগ হোসেন ও সাধারণ সম্পাদক জাফর ইকবাল জান স্বাক্ষরিত কমিটি অনুমোদন করা হয়।
সকালে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সোহাগ হোসেন গণমাধ্যমকে নিশ্চিত করেন।
কমিটিতে যারা আসছেন, শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. নাজমুল হোসেন ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন। পিয়ার আলী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. আল আমিন ও সাধারণ সম্পাদক রিজভী।
এছাড়াও কমিটিতে যার আসছেন, শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. নাঈম শেখসহ সহসভাপতি ৯ জন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন আকন্দসহ যুগ্ম সম্পাদক ৪জন, সাংগঠনিক সম্পাদক শাহ্ মো. সাদাত মণ্ডলসহ ২৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করেছে জেলা ছাত্রদল।
পিয়ার আলী কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. সৌরভসহ আরও সহ-সভাপতি পদে ৭ জন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিনহাজসহ যুগ্ম সম্পাদক ৭ জন, সাংগঠনিক সম্পাদক সিয়াম শিকদারসহ ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করেছে জেলা ছাত্রদল।
গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সোহাগ হোসেন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে যারা সবচেয়ে বেশি ভূমিকা লেখেছে, সেই ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের নিয়ে কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটির কিছু সদস্যদের নিয়ে কিছু বিতর্ক থাকতে পারে সেটিও আমরা খোঁজ নিয়ে দেখবো। তবে কমিটিতে কোনো নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী নেই বলেও নিশ্চিত করেন।
নবগঠিত ছাত্রদলের নেতৃবন্দরা সৌজন্য সাক্ষাৎ করতে যান কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর সাথে। এসময় তিনি ছাত্র নেতৃবন্দদের উদ্দেশ্য করে বলেন, ‘আগামীর রাজনীতির জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে নিজেদের প্রস্তুত করো।
তিনি আরও বলেন, মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে হবে ছাত্রদলের নেতাকর্মীদের।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available