মানিকগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
মানিকগঞ্জ প্রতিনিধি: শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মানিকগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব পালন করা হয়েছে।১৬ আগস্ট শনিবার দুপুরে জেলা শহরের শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি নাট মন্দির প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।এ সময় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব কমিটির আহ্বায়ক ডা. উমেশ চন্দ্র সরকার, সদস্য-সচিব গৌরাঙ্গ চন্দ্র সরকারসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।