মানিকগঞ্জ প্রতিনিধি : “টেকসই উন্নয়নে পর্যটন” প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
২৭ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সরকারি কর্মকর্তা, বেসরকারি খাতের উদ্যোক্তা ও বিভিন্ন সংগঠনের কর্মীরা অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহাগ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিশ্ব নাথ বনিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তারা।
আলোচনায় বক্তারা বলেন, মানিকগঞ্জের পর্যটন খাতকে ঘিরে বিরাট সম্ভাবনা রয়েছে। পদ্মা, ধলেশ্বরী ও যমুনার মতো নদীঘেরা এই জেলার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক নিদর্শন, মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিসৌধ ও গ্রামীণ ঐতিহ্য পর্যটকদের কাছে অনন্য আকর্ষণ হতে পারে। তবে পর্যটন খাতকে এগিয়ে নিতে অবকাঠামোগত উন্নয়ন, সড়ক যোগাযোগ সহজীকরণ, নিরাপত্তা ও প্রচারণার ওপর গুরুত্ব দিতে হবে।
বক্তারা আরও বলেন, স্থানীয় উদ্যোক্তারা এগিয়ে এলে এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ নেয়া হলে মানিকগঞ্জ শুধু দেশি নয়, বিদেশি পর্যটকদের কাছেও একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠতে পারে। বিশেষ করে ধলেশ্বরীর চরাঞ্চল, পদ্মার শস্যভাণ্ডার, ঐতিহ্যবাহী কুটিরশিল্প, খেজুরগুড়, মিনি কক্সবাজার খ্যাত পদ্মার তীর এবং কালীগঙ্গার পাড়ে পর্যটনে নতুন দিগন্ত খুলতে পারে। এ আয়োজনে অংশগ্রহণকারীরা আগামী দিনে মানিকগঞ্জ দেশের অন্যতম পর্যটনকেন্দ্রিক জেলা হিসেবে গড়ে উঠবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available