• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই আশ্বিন ১৪৩২ সকাল ০৭:২৯:১৯ (01-Oct-2025)
  • - ৩৩° সে:

দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

২৪ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৪:০৪

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, ‘এবার দুর্গাপূজা খুবই শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে অনুষ্ঠিত হবে বলে আশা করছি। কোনো জায়গায় কোনো বড় ধরনের সমস্যা নেই। এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান, যাতে এটার পবিত্রতা রক্ষা পায় এই ব্যাপারে সবাই খেয়াল রাখবেন।’

২৪ সেপ্টেম্বর বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত বিভিগীয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

Ad
Ad

চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব, সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

Ad

সভায় দূর্গাপূজার প্রস্তুতি উপলক্ষে আলোচনা, নির্বাচন নিয়ে আলোচনা ও মাদক সমস্যা নিয়ে আলোচনা হয়।

জাহাঙ্গীর আলম বলেন, ‘কেউ কেউ বলছে, যারা পূজা উদযাপন করছে তাদের মধ্যে দুই ভাগ না তিন ভাগে আছে। যেহেতু এটি একটি ধর্মীয় অনুষ্ঠান, সেহেতু ধর্মীয় উৎসবটা পালন করার জন্য কোনো ধরনের বাধা হবে না।

পুণ্য কাজটা করার জন্য কেউ কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না, এটা আমরা আশা করি। সব ধর্মের মানুষকে বলব পূজায় সহযোগিতা করার জন্য।’

তিনি আরও বলেন, ‘প্রথম দিকে আমাদের পার্শ্ববর্তী দেশ অনেক উল্টাপাল্টা খবর প্রচার করছে। আপনারা (সাংবাদিক) এটার কাউন্টার করায়, সত্য খবরটা প্রচার করায় এখন তাদের সংখ্যা কমে গেছে।

কিন্তু এই পূজা উপলক্ষে তারা আবার করা শুরু করবে। আমি আপনাদের (সাংবাদিক) অনুরোধ করব আগে যে ভূমিকা পালন করছেন, এবারও এভাবে করবেন। জনগণ যাতে সত্য ঘটনাটি জানতে পারে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে পূজা নিয়ে গুজবের বিষয়ে তিনি বলেন, ‘যারা গুজব ছড়াবে তাদেরকে আইনের আওতায় আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই ব্যাপারে সবার সহযোগিতা চাই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি: ইসি
৩০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৫:২৯


সংবাদ ছবি
বাংলাদেশে উন্মোচন হলো টেকনো পোভা ফাইভজি সিরিজ
৩০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৭:২৩


সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৫৬
৩০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৩৫:০৬




Follow Us