গেফতার হয়েছেন ইউপি চেয়ারম্যান মাঈনুল সিকদার
গলাচিপা (পটুায়াখালী) প্রতিনিধি: অপারেশন ডেভিল হান্টের আওতায় পরিচালিত অভিযানে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাঈনুল সিকদারকে গ্রেফতার করা হয়েছে।উপজেলার কলাগাছিয়া বাজার থেকে ২৬ এপ্রিল শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।জানা যায়, বিগত সরকারের আমলে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগ রয়েছে।গলাচিপা অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।