সৈয়দপুরে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
মো.মাইনুল হক, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে সোমবার (২৩ জুন) দুপুরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি সৈয়দপুর প্লাজা চত্বর থেকে শুরু করে ইউএনও অফিস প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। অভিযুক্ত চেয়ারম্যানের নাম মনিরুজ্জামান সরকার জুন। তিনি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান। বোতলাগাড়ী ইউনিয়নের সর্বস্তরের শিক্ষার্থীদের ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন ও আরিফ শাহ কবি অভিযোগ করে বলেন, ওই চেয়ারম্যান বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর ছিল। সেজন্য তিনি পরিষদের চেয়ারম্যান পদে থাকতে পারেন না। এজন্য তাকে দ্রুত অপসারণ করে গ্রেফতারের দাবি জানানো হচ্ছে।তবে চেয়ারম্যান মনিরুজ্জামান জুন অভিযোগ অস্বীকার করে বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার মার্কা ছিলো ঘোড়া। এ কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছি আমি। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের আমলে একটি কুচক্রী মহল আমাকে চেয়ারম্যান পদ থেকে সরাতে তৎপর হয়। তারা আংশিক সফলও হয়। কিন্তু মহামান্য হাইকোর্টের নির্দেশনায় আমি আবার স্বপদে ফিরে এসেছি।এ বিষয়ে কথা হয় সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই-আলম সিদ্দিকীর সঙ্গে। তিনি বলেন, হাইকোর্টের নির্দেশনায় জেলা প্রশাসক মহোদয় চেয়ারম্যান জুনকে তার পদে পুনবর্হাল করেন।