নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বাসযাত্রী এক কিশোরীর(১৪) সঙ্গে সম্পর্ক গড়ে তোলার পর তাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার মামলার প্রধান আসামি আল আমিনকে গ্রেফতার করেছে র্যাব-১১।

৫ ডিসেম্বর শুক্রবার রাত ৯টায় কুমিল্লার লাঙ্গলকোট থানার লাঙ্গলকোট বাজার এলাকায় এক যৌথ অভিযান চালিয়ে আল আমিন (২৮) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়।


র্যাব জানায়, গত ২১ নভেম্বর সোনারগাঁ থেকে ঢাকার গেণ্ডারিয়ায় যাওয়ার জন্য এক কিশোরী বাসে উঠেন। বাসের হেলপার রানা (৩২) তার সঙ্গে কথা বলে সখ্য গড়ে তোলে। কিশোরী যাত্রাবাড়ী নামতে চাইলে তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে গাড়ি ঘুরিয়ে বন্দরের মদনপুরে নিয়ে যায়। সেখানে রানা ও আল আমিন মিলে তাকে ধামগড় ইউনিয়নের চৌড়ারবাড়ি এলাকায় আল আমিনের বাড়িতে আটকে রাখে।
রাত আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে রানা, আল আমিন ও আরও এক ব্যক্তি কিশোরীকে ভয় দেখিয়ে একে একে ধর্ষণ করে। একাধিকবার ধর্ষণের পর তারা বাইরে গেলে কিশোরী সেখান থেকে পালিয়ে স্থানীয় আজহারুল ইসলামের বাড়িতে আশ্রয় নেন। তার সহযোগিতায় কিশোরী বন্দর থানায় যান এবং পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়।
র্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নঈম উল হক জানান, কিশোরীর বাবার করা মামলায় বাস হেলপার রানা ও আল আমিনসহ কয়েকজনকে আসামি করা হয়। কুমিল্লায় লুকিয়ে থাকা অবস্থায় আল আমিনকে গ্রেফতার করা হয়। তাকে নারায়ণগঞ্জের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available