লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে লালনসহ ভাবসংগীতের নানাধারা নিয়ে আলোচনা, স্মারক সম্মাননা প্রদান ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের সোনালী পার্কে ডা. সেলিমা ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালের পাশে মীর লাইব্রেরি মিলনায়তনে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন শিল্পী ও চিন্তক অরূপ রাহী। সভাপতিত্ব করেন শামীম আহম্মেদ। আলোচনা পর্ব সমন্বয় করেন দীপক রায় এবং সাংস্কৃতিক পর্বে সমন্বয় করেন প্রদীপ রায় ও শাহানূর ইসলাম।
অরূপ রাহী বলেন, বাউল, বৈষ্ণব পদাবলী, সুফি গান ও মরমি সংগীত— এগুলোর মধ্যে আধ্যাত্মিকতা, ভক্তি, প্রেম ও মানবধর্মের মিল খুঁজে পাওয়া যায়। সুফি দর্শনে আল্লাহর সঙ্গে প্রেম ও মিলনের আকাঙ্ক্ষা যেমন আছে, তেমনি লালনের গানে দেখা যায় মানুষের মধ্যে সেই পরম সত্যকে খোঁজার আহ্বান। বাউল গানের মূল সুর ও বাদ্যযন্ত্র ব্যবহারের বৈশিষ্ট্য হচ্ছে সহজ সুর, গভীর বাণী, হৃদয়স্পর্শী ধ্বনি।
অনুষ্ঠানে লালনসহ ভাবসংগীতের দর্শন, মানবতাবাদী চেতনা ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ভাবসংগীত পরিবেশিত হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে লালমনিরহাট সাংস্কৃতিক সংগঠন মন্দিরা এবং মনদুয়ার।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available