টঙ্গীতে অডিটরিয়াম ভেঙ্গে কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: টঙ্গি সরকারি কলেজের পার্শ্বেই টঙ্গি পৌর অডিটরিয়াম অবৈধভাবে ভেঙ্গে প্রায় দুই কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ উঠেছে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। জাতীয় দৈনিক পত্রিকাসহ বেশ কয়েকটি অনলাইনে সংবাদ প্রকাশের পর দুর্নীতি দমন কমিশন (দুদক) গাজীপুরের একটি টিম অভিযান পরিচালনা করেন।৩০ ডিসেম্বর সোমবার দুপুর ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত চলা ওই অভিযানে দুদক টিম কলেজের বিভিন্ন দলিলপত্র পরীক্ষা-নিরীক্ষা করেন এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করে। টঙ্গি সরকারি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ রফিকুল ইসলামের কাছে সন্তোষজনক জবাব না পাওয়ার কথা জানিয়েছেন দুদক কর্মকর্তারা।এ বিষয়ে কলেজ অধ্যক্ষ রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তদন্ত সাপেক্ষে অপরাধী হলে বিচার হোক, এতে আমার কোন সমস্যা নেই। অন্যদিকে, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে আমার কোনো সম্পর্ক নেই। আমার বিরুদ্ধে নানান ষড়যন্ত্র হচ্ছে, অপপ্রচার চলছে। আমি গণমাধ্যমের মাধ্যমে এর তীব্র নিন্দা জানাই।সূত্র জানায়, টঙ্গি পৌরসভার মালিকানাধীন অডিটরিয়ামটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় ছিল। কলেজ কর্তৃপক্ষ অডিটরিয়ামটি ভেঙে সেখানে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করে। কিন্তু পৌরসভার অনুমতি না নিয়েই অডিটরিয়ামটি ভেঙে ফেলা হয়। অভিযোগ রয়েছে, অডিটরিয়ামের ইট, কাঠ, টিনসহ বিভিন্ন সামগ্রী কলেজ কর্তৃপক্ষ বিক্রি করে দিয়েছে।দুদক সূত্রে জানা গেছে, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্তকারী দল অডিটরিয়াম ভাঙার সময়কার ছবি এবং ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। এছাড়াও পৌরসভা এবং কলেজের সংশ্লিষ্ট দলিলপত্র জব্দ করা হয়েছে।দুদকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, তদন্তে অডিটরিয়ামের সম্পদের আর্থিক মূল্য নির্ধারণ করা হবে। অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে কলেজ অধ্যক্ষ মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, অডিটরিয়ামটি অনেক পুরোনো এবং ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে অডিটরিয়ামটি ভাঙা হয়েছে। অডিটরিয়ামের সম্পদ বিক্রি করার কোনো ঘটনা ঘটেনি। সব সামগ্রী কলেজ ক্যাম্পাসেই সংরক্ষিত আছে।শিক্ষক পরিষদের বক্তব্য, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, অডিটরিয়াম ভাঙার বিষয়ে শিক্ষক পরিষদকে অন্ধকারে রাখা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।এলাকাবাসীর প্রতিক্রিয়া, অডিটরিয়াম ভাঙার ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ প্রকাশ পেয়েছে। তারা অভিযোগ করেন, কলেজ কর্তৃপক্ষ জনগণের সম্পত্তি লুটপাট করেছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।এ ঘটনা টঙ্গি সরকারি কলেজের সুনাম কালিমালিপ্ত করেছে। এ ঘটনার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির বিস্তার আবারও প্রমাণিত হলো বলছিলেন স্থানীয় জনতা।