নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ক্লাউড কম্পিউটিং জগতের অন্যতম বড় আয়োজন 'এডাব্লিউএস কমিউনিটি ডে বাংলাদেশ ২০২৫' সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৩ ডিসেম্বর শনিবার ব্র্যাক ইউনিভার্সিটির বাড্ডা ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে ৩০০ জনেরও বেশি ক্লাউড প্রফেশনাল, ডেভেলপার এবং প্রযুক্তি অনুরাগী অংশগ্রহণ করেন।

এডাব্লিউএস ইউজার গ্রুপ বাংলাদেশের চতুর্থ এই মাইলফলক আয়োজনে প্রধান আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন অপ্টিমাইজলি-র মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহমুদ হাসান। তাঁর সাথে সহ-আয়োজক হিসেবে ছিলেন ব্রেইন স্টেশন ২৩-এর স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট ম্যানেজার নূর আফরিন এলা এবং এডাব্লিউএস কমিউনিটি বিল্ডার শাহরিয়ার আল মুস্তাকিম মিতুল। ব্র্যাক ইউনিভার্সিটির একঝাঁক স্বেচ্ছাসেবী অনুষ্ঠানটি বাস্তবায়নে সরাসরি সহযোগিতা করেন।


এবারের আসরে প্লাটিনাম স্পন্সর হিসেবে ছিল ব্রেইন স্টেশন ২৩ ও ফিল্ড নেশন এবং টেকনোলজি স্পন্সর হিসেবে যুক্ত ছিল গ্রাহো টেকনোলজিস ও টিকিফাই। ১০ জন অভিজ্ঞ স্পিকার এই আয়োজনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড সিকিউরিটি এবং ডেভঅপসের মতো সমসাময়িক প্রযুক্তিগত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল রোবোটিক্স শোকেস, যেখানে ব্র্যাক ইউনিভার্সিটি মঙ্গল-তরি এবং এমআইএসটি-র মঙ্গল বারতা ও মাভিরভ দল তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে।
এছাড়া 'অটোমেশনের যুগে ইঞ্জিনিয়ারদের নতুন চ্যালেঞ্জ' শীর্ষক একটি প্যানেল আলোচনায় ব্রেইন স্টেশন ২৩-এর সিটিও ও ডিরেক্টর মোহাম্মদ মিজানুর রহমান, এআইভিগেটর-এর ফাউন্ডার ও সিইও শাদিদ হক এবং ফিল্ড নেশন-এর ডিরেক্টর শাহজাদা রেদওয়ান প্রযুক্তি খাতের ভবিষ্যৎ দিকনির্দেশনা প্রদান করেন। বাংলাদেশে একটি শক্তিশালী ও ভবিষ্যৎমুখী ক্লাউড ইকোসিস্টেম গড়ে তুলতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available