নিজস্ব প্রতিবেদক: ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর সোমবার গুলশানের বেঙ্গল ইনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কোম্পানির শেয়াারহোল্ডার ও পরিচালনা পর্ষদসহ উর্দ্ধতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


এসময় ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদ কর্তৃক শেয়ারহোল্ডাদের জন্য সুপারিশকৃত ১২% নগদ লভ্যাংশ ও ৫% স্টক ডিভিডেন্ড (বোনাস শেয়ার) সহ সকল এজেন্ডা শেয়ারহোল্ডার কর্তৃক অনুমোদিত হয়।
এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোঃ মাজহারূল কাদের। তিনি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের ধারাবাহিক অগ্রগতি ও সফলতার জন্য শেয়ারহোল্ডার, কোম্পানির কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া সভায় অংশগ্রহণকারী শেয়ারহোল্ডারবৃন্দ কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা উন্নয়নমূলক কার্যক্রমের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তারা কোম্পানির বর্তমান সাফল্যে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির প্রতি তাদের আস্থা ব্যক্ত করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available