স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিন পর নিজের পছন্দের পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের নেতৃত্ব ও নিয়ন্ত্রিত খেলায় শেল্টেনহাম টাউনকে ২-০ গোলে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে লেস্টার সিটি।

১০ জানুয়ারি শনিবার শেল্টেনহামের মাঠে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে লেস্টার। ম্যাচের ২৩ মিনিটে জাম্বিয়ান ফরোয়ার্ড প্যাটসন ডাকার গোলে লিড নেয় সফরকারীরা। বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন স্টেফি মাভিডিডি। শেষ পর্যন্ত এই দুই গোলের ব্যবধান ধরে রেখেই জয় নিশ্চিত করে মার্টি সিফুয়েন্তেসের দল।


এই ম্যাচে লেস্টার সিটিকে নেতৃত্ব দেন হামজা চৌধুরী। প্রতিপক্ষের মাঠে শুরুর একাদশে নেমে পুরো ৯০ মিনিট খেলেন তিনি। মাঝমাঠ থেকে খেলার গতি নিয়ন্ত্রণের পাশাপাশি গোলের লক্ষ্যে দুটি শট নেন হামজা। ম্যাচে রেকর্ড ৯৫ বার বল স্পর্শ করেন তিনি এবং প্রতিপক্ষের বক্সে বল পাঠান ১১ বার।
রক্ষণভাগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হামজা। তিনি ৩টি সফল ট্যাকল করেন, ২টি বল রিকভারি এবং একটি শট ব্লক করে শেল্টেনহামের আক্রমণভাগকে ব্যর্থ করে দেন। এছাড়া দুইবার সফল ড্রিবলিংয়ের পাশাপাশি ম্যাচে সর্বোচ্চ তিনবার ফাউলের শিকার হন এই মিডফিল্ডার।
এফএ কাপের চতুর্থ রাউন্ডে লেস্টার সিটির প্রতিপক্ষ কে হবে, তা নির্ধারিত হবে ১২ জানুয়ারি সোমবার অনুষ্ঠিত ড্রয়ের মাধ্যমে।
এদিকে এফএ কাপে সাফল্য পেলেও লিগ চ্যাম্পিয়নশিপে খুব একটা স্বস্তিতে নেই লেস্টার সিটি। শেষ ১০ ম্যাচের মধ্যে ৫টিতেই হেরে পয়েন্ট টেবিলের ১২তম স্থানে নেমে গেছে দলটি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available