লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে রাজনগর বিজিবি জোনের সদস্যরা।

১০ জানুয়ারি শনিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুলশাখালী ইউনিয়নের রুপনগর থেকে গাঁজাসহ মো. আব্দুল মালেক (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করে বিজিবি সদস্যরা।


আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদকসহ লংগদু থানায় সোপর্দ করা হয় অপরাধীকে।
এ ব্যাপারে বিজিবি কর্তৃপক্ষ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিজিবি শুধু সীমান্ত পাহাড়াই নয়, মাদকমুক্ত সমাজ গঠনেও জনগণের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available