• ঢাকা
  • |
  • শনিবার ১লা অগ্রহায়ণ ১৪৩২ সকাল ১১:০৬:১৭ (15-Nov-2025)
  • - ৩৩° সে:

মেসির ছোঁয়ায় আর্জেন্টিনার দুর্দান্ত জয়

১৫ নভেম্বর ২০২৫ সকাল ০৮:৪১:১০

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০তম বার্ষিকী উপলক্ষে স্বাগতিক দেশটির বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। দুর্দান্ত জয়ে দুটি গোলেই অধিনায়ক নিওনেল মেসির ছোঁয়া ছিল!

Ad

বাংলাদেশ সময় ১৪ নভেম্বর শুক্রবার রাতে লুয়ান্ডায় প্রথম গোলটি মেসি করিয়েছেন লাওতারো মার্তিনেজকে দিয়ে, দ্বিতীয়টি নিজেই করেছেন তিনি। আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়া গোলটি মার্তিনেজ করেছেন ৪৪ মিনিটে। মেসির ক্রস থেকে দারুণ শটে গোলটি করেছেন তিনি। ৮২ মিনিটে ঘটেছে ঠিক এর উল্টোটি। এবার মেসির গোরের জোগানদাতা ছিলেন মার্তিনেজ।

Ad
Ad

তবে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে আর্জেন্টিনা। ২১ মিনিটে মেসি অপ্রত্যাশিতভাবে একটি সহজ সুযোগ মিস করেন। মার্তিনেজের দুর্দান্ত পাসে অ্যাঙ্গোলার রক্ষণভাগ ভেদ করে গোলের সুযোগ পান মেসি, কিন্তু তাঁর শটটি দারুণভাবে ঠেকিয়ে দেন স্বাগতিকদের গোলকিপার পেদ্রো মার্কেস!

৩৬ মিনিটে বাঁ দিক থেকে আক্রমণে যায় স্বাগতিকরা। তবে আর্জেন্টিনার গোলকিপার রুলি আগে থেকেই সতর্ক ছিলেন। বলটি গ্লাভসবন্দী করে নেন তিনি। ৩৮ মিনিটে আরও একটি সুযোগ হাতছাড়া করেন মেসি। বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে যান থিয়াগো আলমাদা। তাঁর দুর্দান্ত কাটব্যাকে মেসির কাছে বল যায়, তবে লক্ষ্যভ্রষ্ট হয় মেসির শটটি।

৩৯ মিনিটে আরেকটি সুযোগ পান মেসি। পা ছোঁয়ালেই বিপদ ঘটতে পারত। ভাগ্য এবারও তাঁর বিপক্ষে থাকে। কয়েক সেকেন্ড পরই কর্নার কিক নেন ইন্টার মিয়ামির অধিনায়ক; তাঁর বাঁ-পায়ের শট সরাসরি গ্লাভসবন্দী করেন পেদ্রো মার্কেস। তিন মিনিট পর মেসির বাড়িয়ে দেওয়া বল থেকেই কাঙ্ক্ষিত সাফল্য এনে দেন লাউতারো মার্তিনেজ। মিডফিল্ড থেকে বল আসে আর্জেন্টাইন অধিনায়কের কাছে। প্রতিপক্ষের মিডফিল্ডার ফ্রেডির সঙ্গে বোঝাপড়া করে ডি-বক্সের দিকে বল বাড়িয়ে দেন মেসি। সেখান থেকে ডান পায়ে নিশানা ভেদ করেন ইন্টার মিলান ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে শোধের লক্ষ্য পেয়ে যায় স্বাগতিকরা। ফ্রেডি একাই বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন। কিন্তু রোমেরো ও নিকোলাস তালিয়াফিকোর বাঁধায় থেমে যান। হাল না ছেড়ে বাঁ প্রান্ত দিয়ে এগিয়ে বারের কাছে পৌঁছালেও বিধি বাম—সমতায় ফিরতে পারেনি অ্যাঙ্গোলা। ৮১ মিনিটে লিড দ্বিগুণ করে আর্জেন্টিনা। মেসি বল নিয়ে একাই বক্সে ঢুকে পড়েন। সেখান থেকে কাটব্যাকে বল দেন লাউতারোকে। লাউতারো আবার পাস ফেরত দেন মেসিকে, আর সেখান থেকেই গোল আদায় করেন বিশ্বচ্যাম্পিয়ন তারকা।

৮৬ মিনিটে মাঠ ছাড়েন মেসি। বদলি হিসেবে নামেন পানিচেলি। এর আগে মিনিটখানেক আগেই বদলি করে তোলা হয় ম্যাক অ্যালিস্টার ও লাউতারো মার্তিনেজকে। তবে ম্যাচের এই ফল প্রত্যাশিত ছিল। কিন্তু অনেকে ভেবেছিলেন এর চেয়েও বড় ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়বে আর্জেন্টিনা। কারণ মেসির দেশের  চেয়ে যে র‍্যাঙ্কিংয়ে ৮৭ ধাপ পিছিয়ে আছে। অবশ্য প্রায় ৬৬ শতাংশ বল দখলে রাখে তারা। অন-টার্গেটে ৩টি শট নিয়ে দুটি থেকেই গোল আদায় করে আর্জেন্টিনা। এটি  ছিল চলতি বছরে আর্জেন্টিনা শেষ ম্যাচ। সব মিলিয়ে দুর্দান্ত একটি বছর শেষ করে ২০২৬ সালে পা দেবার প্রস্তুতি সেরে রাখল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
ড্রামের ভেতর পাওয়া মরদেহ রংপুরে দাফন
১৫ নভেম্বর ২০২৫ সকাল ১০:২২:১৯


সংবাদ ছবি
বড়াইগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে জখম
১৫ নভেম্বর ২০২৫ সকাল ১০:১২:৫৮


সংবাদ ছবি
আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১৫ নভেম্বর ২০২৫ সকাল ০৯:৪২:১২



Follow Us