• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে পৌষ ১৪৩২ সকাল ০৭:২৬:৪৪ (02-Jan-2026)
  • - ৩৩° সে:

জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্র চলছে: ডা. তাহের

১৫ নভেম্বর ২০২৫ সকাল ১০:৩৯:৪১

জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্র চলছে: ডা. তাহের

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: আগামী জাতীয় নির্বাচন ও দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

Ad

১৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে চৌমুহনী বাজার মুজিবুল হক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Ad
Ad

তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দল মোটেও সংস্কার চায় না। তারা পুরোনো বস্তাপচা পদ্ধতিতে নির্বাচন করতে মরিয়া। অন্তর্বর্তী সরকার সেই দলের ফাঁদে পা দিয়েছে। সংস্কার না হলে এটি হবে শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা।’

ডা. তাহের আরও বলেন, ‘আমরা গণভোটের দাবি তুলেছি, সরকারও গণভোটের কথা বলেছে। কিন্তু তারা গণভোটকে জাতীয় নির্বাচনের সঙ্গে একত্রে করার সিদ্ধান্ত নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। দুটি নির্বাচন সম্পূর্ণ আলাদা। এটা তারা কেন মানতে চাইছে না, সেটাই বড় প্রশ্ন।’

তিনি বলেন, ‘ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু নির্বাচনের ফলাফল দেখলে বোঝা যায় জনগণ পরিবর্তনের পক্ষে। তাই জাতীয় নির্বাচনের আগে যদি আলাদা গণভোট হয়, অন্তত আশি ভাগ মানুষ সংস্কারের পক্ষে রায় দেবে। কিন্তু একটি দল তা চায় না বলেই সরকার গণভোট প্রশ্নে জনগণের সঙ্গে প্রতারণা করছে।’

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাও. আবদুল হালিম। কুমিল্লা দক্ষিন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, বায়তুল মামুর মসজিদ (মার্কিন যুক্তরাষ্ট্র) এর ইমাম ও খতিব মাওলানা দেলোয়ার হোসাইন।

শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুল হাকিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগরী উত্তর জামায়াত কর্ম পরিষদ সদস্য ভিপি শাহাব উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বেলাল হোসাইন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বামনায় রাষ্ট্রীয় শোক পালনে অবহেলা
বামনায় রাষ্ট্রীয় শোক পালনে অবহেলা
১ জানুয়ারী ২০২৬ রাত ০৯:১৫:০৫

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন মুরসালীন
এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন মুরসালীন
১ জানুয়ারী ২০২৬ রাত ০৯:০৫:৪৩




বিএনপির গুলশান কার্যালয়ে জামায়াত আমির
বিএনপির গুলশান কার্যালয়ে জামায়াত আমির
১ জানুয়ারী ২০২৬ রাত ০৮:৩৩:১২






Follow Us