• ঢাকা
  • |
  • রবিবার ২৫শে কার্তিক ১৪৩২ দুপুর ০১:১৬:৩৫ (09-Nov-2025)
  • - ৩৩° সে:

ইসলামিক সলিডারিটি গেমসে পদক পেল বাংলাদেশের মারজিয়া

৯ নভেম্বর ২০২৫ সকাল ১১:১৪:০০

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: সৌদি আরবের রিয়াদে চলমান ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের হয়ে উজ্জ্বল সূচনা করলেন ভারোত্তোলক মারজিয়া আক্তার ইকরা।

Ad

৮ নভেম্বর শনিবার মেয়েদের ভারত্তোলনে ৫৩ কেজি ওজন শ্রেণীতে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের মারজিয়া আক্তার ইকরা। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ইকরা ১৬৩ কেজি ভার তুলে এই পদক অর্জন করেন।

Ad
Ad

৫৩ কেজিতে আটজন নারী ভারত্তোলক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এর মধ্যে তুরস্কের কানসেল সর্বোচ্চ ১৮৮ কেজি তুলে স্বর্ণ জেতেন। ইন্দোনেশিয়ার বাসলিলা ১৭৪ কেজি উঠিয়ে রৌপ্য পদক পান। আর আজারবাইজানের সেইজান ইকরার চেয়ে চার কেজি কম তুলে চতুর্থ হন।

তুরস্কের কোনিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ ইসলামিক গেমসে বাংলাদেশের পদক ছিল আরচ্যারিতে। এবার সৌদির রিয়াদে আরচ্যারি ও শ্যুটিং নেই। এই দুটি খেলা না থাকায় বাংলাদেশের পদকের সম্ভবনা ও প্রত্যাশা তেমন ছিল না। এ অবস্থায় ভারত্তোলনে ইকরার ব্রোঞ্জ যেন অনেকটা চমকই।

এর আগে মেয়েদের ৪৮ কেজি ওজনশ্রেণিতে ১৩৯ কেজি ভার তুলে পঞ্চম হয়েছে মোসাম্মৎ বৃষ্টি। ছেলেদের ৬০ কেজি ওজনশ্রেণিতে ২২১ কেজি ভার নিয়ে ষষ্ঠ হয়েছেন আশিকুর রহমান তাজ।

‎ইসলামিক সলিডারিটি গেমসে এ নিয়ে দশটি পদক জিতল বাংলাদেশ। ২০২২ সালে তুরস্কে হওয়া এই গেমসে আর্চারি থেকে এক রুপা, দুই ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশ। ২০১৭ সালে আজারবাইজানের বাকুতে শুটিং থেকে একটি করে সোনা, রুপা, ব্রোঞ্জ ও রেসলিং থেকে একটি ব্রোঞ্জ পদকও এসেছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
শীতের আগমনী বার্তায় সরগরম সবজি ক্ষেত
৯ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৫২:৫২











Follow Us