নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই বিলম্বিত হবে না। নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে এবং উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

৯ নভেম্বর রোববার সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।


আসিফ নজরুল বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে কোনো শঙ্কার কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক দলগুলো মাঝে মাঝে একে অপরের ওপর চাপ সৃষ্টি করার জন্য বিভিন্ন বক্তব্য দেয়, যা জনগণের মধ্যে অযথা উদ্বেগ তৈরি করে। তবে এ ধরনের শঙ্কা ভিত্তিহীন।’
তিনি আরও বলেন, ‘১৬-১৭ বছর নির্বাচন হয়নি, তাই কিছুটা অস্থিরতা থাকতে পারে। পাঁচ কোটি মানুষ এখনও ভোট দিতে পারেনি। সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে এবং এ নিয়ে ইতিমধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে।’
আসামিদের জামিন বিষয়ে আসিফ নজরুল বলেন, ‘জামিন দেওয়ার ব্যাপারে বিচারকের স্বাধীনতা রয়েছে। পুলিশ রিপোর্ট, ভিডিও ফুটেজ বা অন্যান্য প্রমাণের ভিত্তিতেই আদালত সিদ্ধান্ত নেয়। তবে যারা জামিন নিয়ে পুনরায় একই ধরনের অপরাধ করতে পারে বা দেশের আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে, তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।’
তিনি জানান, ‘বিচার ব্যবস্থার চাপ কমাতে আদালতে একক বিচারকের পরিবর্তে তিনজন বিচারক দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের সংস্কার থেকে জনগণই সর্বাধিক সুফল পাবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available