• ঢাকা
  • |
  • রবিবার ৪ঠা কার্তিক ১৪৩২ সকাল ১১:১২:১০ (19-Oct-2025)
  • - ৩৩° সে:

রিশাদের ঘূর্ণিতে ক্যারিবীয়দের ৭৪ রানে হারালো বাংলাদেশ

১৯ অক্টোবর ২০২৫ সকাল ০৮:৫৮:১৪

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৪ রানের দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো টাইগাররা।

'হোম অব ক্রিকেট' খ্যাত মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ প্রথম ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের ভালো বোলিংয়ের চাপে বেশ সংগ্রাম করেই ২০৭ রানের সংগ্রহ গড়ে মেহেদি মিরাজের দল। তবে সংগ্রহ ছোট হলেও রিশাদ হোসেনের ঘূর্ণিতে ক্যারিবীয়রা ১৩৩ রানে অল আউট হলে ৭৪ রানের জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

Ad
Ad

বাংলাদেশের দেয়া ২০৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ভালোই করে ওয়েস্ট ইন্ডিজ। দুই ক্যারিবীয় ওপেনার গড়েন ৫১ রানের উদ্বোধনী জুটি। কিন্তু হঠাৎ জ্বলে ওঠেন রিশাদ। ব্র‍্যান্ডন কিং ও অলিক আথানেজের জুটি ভাঙেন তিনি।

Ad

৩৬ বলে ২৭ রান করে রিশাদের বলে লেগ বিফোর উইকেট হয়ে আউট হন আথানেজ। এর পরই শুরু হয় রিশাদের দাপট। ধীরে ধীরে গুড়িয়ে যায় ক্যারিবীয় টপ অর্ডার। ক্যারিবীয়দের প্রথম ৫ ব্যাটারকেই আজ আউট করেছেন রিশাদ।

আথানেজ ফেরার পর একে বিদায় নেন কিসি কার্টি, কিং, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজরা। গুদাকেশ মোতিকে ফেরান মিরাজ। মাত্র ১০০ রানে ৬ উইকেট হারায় সফরকারীরা।

দলীয় ১১৮ রানে তানভীর ইসলামের বলে আউট হন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। এরপর রমারিও শেফার্ডরাও ফেরেন দ্রুতই। শেষ পর্যন্ত ১৩৩ রানেই অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে ব্যাট করতে নেমে ২০৭ রান করে বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ দিয়েই দলে ফিরেছেন সৌম্য সরকার। তবে সাইফ হাসানের সঙ্গে তার ওপেনিংয়ে জুটিতে ৮ রানের বেশি স্কোরবোর্ডে ওঠেনি।

ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হন সাইফ। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে রোমারিও শেফার্ড সাজঘরে ফেরান সাইফকে। আউট হওয়ার আগে তিনি ৬ বলে ৩ রান করেন।

সাইফ ফেরার পরের ওভারেই সাজঘরে ফিরেন সৌম্যও। ফেরার আগে করেন ৬ বলে ৪ চার।

এরপর নাজমুল শান্তর ও হৃদয় মিলে জুটি গড়ে পরিস্থিতি সামলে নেন। তৃতীয় উইকেটে তারা গড়েন ৭১ রানের জুটি।

ঢাকায় অনুষ্ঠিত হবে নারী কাবাডি বিশ্বকাপঢাকায় অনুষ্ঠিত হবে নারী কাবাডি বিশ্বকাপ
ব্যক্তিগত ৩২ রানে সাজঘরে ফিরেন শান্ত। এরপর অঙ্কণের সঙ্গে হৃদয় গড়েন ৩৬ রানের জুটি। ৮৭ বলে ব্যক্তিগত অর্ধশতকের দেখা পান হৃদয়। তবে ফিফটির পর জাস্টিন গ্রিভসের বলে ক্যাচ তুলে আউট হন তিনি।

এরপর মিরাজের সঙ্গে অঙ্কণ গড়েন ৪৩ রানের জুটি। ২৭ বলে ১৭ রান করে মিরাজ ফিরলেও অঙ্কণ ছিলেন ফিফটির পথে। যদিও প্রথম ওয়ানডেতেই ফিফটির দেখা পাননি তিনি। ৪৬ রান করে ফিরতে হয় তাকে।

শেষদিকে ক্যামিও ইনিংস খেলেছেন রিশাদ হোসেন। তার ১২ বলে ২৬ রানের ইনিংসের সুবাদেই শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে অল আউট হওয়ার আগে ২০৭ রানের সংগ্রহ গড়তে সক্ষম হয় মেহেদী মিরাজের দল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us