স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তানের লড়াই দেখা যায় কেবল বৈশ্বিক মঞ্চে। দুই দেশের সমর্থকরা তাকিয়ে থাকে সেই দিকেই। এশিয়া কাপের মঞ্চেও সেই আশা নিয়েই মাঠে গিয়েছিল দর্শকরা। কিন্তু পয়সা উসুল ম্যাচ হলো না। সেটা অন্তত পাকিস্তানের দর্শকদের জন্য। একপেশে ম্যাচে ভারতের দাপটে গ্যালারিতে নীরব দর্শক হয়েই থাকতে হলো তাদের। ব্যাট কিংবা বল কোনো বিভাগেই লড়াই করতে পারল না পাকিস্তান। নির্বিষ বোলিংয়ে ব্যাটারদের ব্যর্থতা ঢাকতে পারেননি বোলাররা। বিপরীতে ব্যাট-বলে আলো ছড়িয়ে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত।
১৪ সেপ্টেম্বর রোববার প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রানের পুঁজি দাঁড় করায় পাকিস্তান। জবাব দিতে নেমে ১৫ দশমিক ৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। জয় পায় ৭ উইকেটের বড় ব্যবধানে।
রান তাড়ায় নেমে ইনিংসের প্রথম বল থেকেই পাকিস্তানের বোলাদের ওপর চড়াও হয় ভারত। দ্বিতীয় ওভারেই অবশ্য ৭ বলে ১০ রান করা গিলকে ফেরায় সাইম আইয়ুব। তবুও থামেনি তাণ্ডব। ঝড় তুলতে থাকেন অভিষেক শর্মা। চতুর্থ ওভারে ১৩ বলে ৩১ রান করা অভিষেককে ফিরিয়ে পাকিস্তান শিবিরে কিছুটা স্বস্তি ফেরান সাইম।
পাকিস্তানের লড়াই ছিল এতটুকুই। বাকি সময়ে দেখেশুনে খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান অধিনায়ক সূর্যকুমার যাদব। তৃতীয় উইকেটে তিলক ভার্মাকে নিয়ে গড়েন ৫৪ রানের জুটি। ৩১ বলে ৩১ রান করে তিলক ফিরলেও শিভম দুবেকে নিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার। ৩৭ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন তিনি। আর শিভম ৭ বলে ১০ রানে। পাকিস্তানের হয়ে তিনটি উইকেট শিকার করেন সাইম আইয়ুব।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় পাকিস্তান। ইনিংসের প্রথম বলেই হতাশ করে ফেরেন ওপেনার সাইম আইয়ুব। দ্বিতীয় ওভারে ৫ বলে ৩ রান করে বিদায় নেন মোহাম্মদ হারিসও।
এরপর তৃতীয় উইকেট জুটিতে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন ওপেনার সাহিবজাদা ফারহান আর ফখর জামান। ১৫ বলে ১৭ রান করে ফখর ফিরলে ভঙ্গে ৩৯ রানের সেই জুটি। এরপর আবারও তাসের ঘরের মতো ভেঙ্গে পরে পাকিস্তানের ব্যাটিং লাইন। এতে ১০০ রানের আগেই অলআউটের শঙ্কায় পরা পাকিস্তানকে ১০০ ছাড়ানো পুঁজি এনে দেন শাহিন শাহ আফ্রিদি। ৪ ছক্কায় ১৬ বলে ৩৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। মাঝখানে একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকা ওপেনার সাহিবজাদা ফারহান ফেরেন ৪৪ বলে ৪০ রান করে।
ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন কুলদীপ, ২টি করে উইকেট পেয়েছেন বুমরাহ আর অক্ষর প্যাটেল। একটি করে উইকেট গেছে হার্দিক আর বরুণের ঝুলিতে।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২০ ওভারে ১২৮/৯ (সাইম ০, হারিস ৩, ফখর ১৭, সালমান ৩, হাসান নাওয়াজ ৫, মোহাম্মদ নাওয়াজ ০, সাহিবজাদা ৪০, ফাহিম ১১, সুফিয়ান ১০, শাহিন আফ্রিদি , আবরার ০; হার্দিক ২-০-১৮-১, বুমরাহ ৪-০-২৮-২, বরুণ ৪-০-২৪-১, কুলদীপ ৪-০-১৮-৩, অক্ষর ৪-০-১৮-২, অভিষেক ১-০-৫-০)।
ভারত: (শুভমান ১০, অভিষেক ৩১, তিলক ৩১, সূর্যকুমার ৪৭*, শিভম ১০*; শাহিন আফ্রিদি ২-০-২৩-০, সাইম ৪-০-৩৫-৩, আবরার ৪-০-১৬-০, মোহাম্মদ নাওয়াজ ৩-০-২৭-০, সুফিয়ান ২.৫-০-২৯-০)।
ফলাফল: ভারত ৭ উইকেটে জয়ী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available