স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের করা একের পর এক বিস্ফোরক মন্তব্যে উত্তাল বাংলাদেশের ক্রীড়াঙ্গন। যে কারণে তার পদত্যাগ চেয়ে আলটিমেটাম দিয়েছেন ক্রিকেটাররা। না হলে সবধরনের খেলা বর্জনের ঘোষণা দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। নাজমুলের পক্ষ থেকে এখনও পদত্যাগের ঘোষণা না আসায় নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে তারা।

এ বিষয়ে বিপিএল গর্ভানিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু সাংবাদিকদের বলেছেন, ‘আমি এসেছিলাম, খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। এমনকি আমরা একটা প্রেস রিলিজও দিয়েছি যে, এটা অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেছেন। প্রক্রিয়া অনুযায়ী… তাকে শোকজ লেটার দেওয়া হয়েছে। উনি (এম নাজমুল ইসলাম) যা বলেছেন, আমরা এই কথা সাপোর্ট করি না। কিন্তু একটা প্রসেস আছে।’


এদিকে ১৫ জানুয়ারি বৃহস্পতিবার শুরু হওয়ার কথা ছিল ঢাকা পর্বের খেলা। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টায় প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের। আর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানস। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে হলেও নাজমুল পদত্যাগ না করায় দিনের প্রথম ম্যাচের দুই দলের কেউই মাঠে যায়নি।
তাতে প্রথম ম্যাচটা যে সময়মতো হচ্ছে না সেটা একপ্রকার নিশ্চিত। তবে আজই দিনের দুটি ম্যাচ আয়োজনের আপ্রাণ চেষ্টা করছে বিসিবি জানালেন মিঠু, ‘উনাদের (ক্রিকেটারদের) বুঝিয়েছি। এখন যদি মাঠে আসে খেলা হবে। না এলে খেলা হবে না। প্রথম ম্যাচ সময়মতো না হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমাদের দিক থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।’
জানা গেছে, মাঠে না গিয়ে রাজধানীর হোটেল শেরাটনে টিম হোটেলে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটাররা। এজন্য ৬ দলের ক্রিকেটাররা এক হচ্ছেন শেরাটনে। দুপুর ১টায় কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানানো হয়েছে। এমতাবস্থায় যথাসময়ে হচ্ছে না বিপিএলে দিনের প্রথম ম্যাচ। এমনকি দ্বিতীয় ম্যাচটি নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available