নিজস্ব প্রতিবেদক: বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই- মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক আওলাদে রাসুল (দ.) গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে গাউসিয়া হক মনজিল প্রতিষ্ঠিত শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট-এর পক্ষ হতে বছরব্যাপি বিভিন্ন অনুষ্ঠানমালার অংশ হিসেবে ট্রাস্টের বিশেষ প্রকাশন ‘দ্বিশততম জন্মবার্ষিকী স্মারক সংখ্যা- আলোকধারা’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

১৫ জানুয়ারি বৃহস্পতিবার ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে আলোকধারার বিশেষ এই সংখ্যাটির মোড়ক উন্মোচন করেন ট্রাস্টের উপদেষ্টা ড. মোহাম্মদ জসীমউদ্দিন এবং ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর।


এ সময় উপস্থিত ছিলেন- মাসিক আলোকধারা সম্পাদক অধ্যাপক জহুর উল আলম, বিশিষ্ট লেখক ও আলোকধারার সাবেক সম্পাদক মুহাম্মদ ওহীদুল আলম, শাহজাদা শেখ সাইফুল্লাহ ফারুকী, সৈয়দ ফয়জুল আবেদীন আরমান ফরহাদাবাদী, মোহাম্মদ রোকনুজ্জামান টুটুল, মোহাম্মদ রিয়াজ উদ্দিন, মোহাম্মদ সাজীদুল হাসান চৌধুরী, মুহাম্মদ মিনহাজ উদ্দিন, মোহাম্মদ আকিব, মোহাম্মদ আরমান উদ্দিন, মোহাম্মদ সাইদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাইজভাণ্ডারী ত্বরিকার মানবিক দিকের বিশ্লেষণমূখী রচনাবলী দীর্ঘ প্রায় ৪১ বছর ধরে আলোকধারা ম্যাগাজিনে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। বর্তমান সংখ্যাটি গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ সংযোজন। এর দৃষ্টি নন্দন প্রচ্ছদ এবং তাসাওউফ ও মাইজভাণ্ডারী দর্শনের উপর ৩২টি লেখা আশা করি পাঠক প্রিয়তা পাবে।
বক্তারা আশা প্রকাশ করে বলেন, আলোকধারার এই বিশেষ সংখ্যাটি ভবিষ্যতে গবেষক ও লেখকদের ঐতিহাসিক প্রয়োজন মেটাতে সক্ষম হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available