স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: তারুণ্যের উৎসব উপলক্ষে টাঙ্গাইলে জাতীয় কাবাডি (পুরুষ-মহিলা) প্রতিযোগিতা শুরু হয়েছে।
২২ আগস্ট শুক্রবার বিকেলে শহীদ মারুফ স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন। ব্রহ্মপুত্র জোনের প্রধান সমন্বয়কারী, কাবাডি জাতীয় দলের সাবেক খেলোয়াড় ও আন্তর্জাতিক রেফারি আজগর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হক, কোষাধ্যক্ষ মনির হোসেন, সদস্য মাসুদুর রহমান চুন্নু ও সাংবাদিক মৃণাল কান্তি রায় প্রমুখ।
প্রতিযোগিতায় ৭টি জেলার পুরুষ দল এবং ৬টি জেলার নারী দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় পুরুষ বিভাগে টাঙ্গাইল দল ৪৪-১২ পয়েন্টে মানিকগঞ্জ দলকে পরাজিত করে। অপরদিকে নারী বিভাগে টাঙ্গাইল দল ৫৪-৮ পয়েন্টে গাজীপুর দলকে হারিয়ে জয় লাভ করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available