ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ কম্পনে অনেকেই আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। দেশের বেশ কিছু এলাকায় ভবন দুলে ওঠা, দেয়ালে ফাটল ধরা ও জিনিসপত্র এলোমেলো হওয়ার খবর পাওয়া গেছে। রাজধানীর বংশালে তিনজন পথচারী এবং নারায়ণগঞ্জে এক শিশু নিহত হয়েছে।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে ইসলামের আলোকে আল্লাহর সতর্কবার্তা স্মরণ করিয়ে দেয়া বার্তা। দেশের দুইজন প্রখ্যাত বক্তা ও আলেম, শায়েখ আহমাদুল্লাহ ড. মিজানুর রহমান আজহারী। তারা তাদের ফেসবুক আইডিতে ভূমিকম্প সম্পর্কে সতর্ক বার্তা দিয়েছেন।
শায়েখ আহমাদুল্লাহ লেখেন, ‘এভাবেই এক মহাকম্পন মহাপ্রলয়ে রূপ নেবে একদিন। সেদিন সম্পর্কে মহান আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ংকর ব্যাপার (সূরা হাজ্জ: ১)। ভূমিকম্পের মাত্রা আরেকটু বেশি হলেই হয়তো আমাদের অনেকের জীবনের শেষ দিন হতো আজ। আজকে ভূমিকম্প অনেক বড় সতর্কবার্তা রেখে গেল আমাদের জন্য। আসুন, বিলম্ব না করে আল্লাহর দিকে সমর্পিত হই। তাওবা করি। প্রস্তুত হই।’


অন্য দিকে ড. মিজানুর রহমান আজহারী লেখেন, “ভেবে দেখেছেন কি? আজ ভূমিকম্পের তীব্রতা আরো ভয়াবহ হলে খুব কম সংখ্যক মানুষের শেষ আমল হতো ফজরের নামাজ। সেই লিস্টে আপনি থাকতেন তো? উত্তর 'না' হলে, শুধরে নেওয়ার সুযোগ রয়েছে এখনো। এই কম্পনে টের না পেলেও, চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পাইয়ে দিবে। তাই আসুন, সময় থাকতে নিজেদের শুধরে নিই।
'তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকেসহ এ জমিনকে ধ্বসিয়ে দেবেন না, অতঃপর আকস্মিকভাবে তা থর থর করে কাঁপতে থাকবে?' (সুরা আল-মুলক: ১৬)।”
আবহাওয়া অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, কম্পনটি অনুভূত হয় ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী এলাকায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭, যা মধ্যম মাত্রার কম্পন হিসেবে বিবেচিত। ভূমিকম্পের কয়েক সেকেন্ড স্থায়ী কম্পনে বাসাবাড়ি, অফিস ও বিভিন্ন ভবন দুলে ওঠে। অনেকে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে নিরাপদ স্থানে অবস্থান নেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available