নিজস্ব প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। এছাড়া হামলার প্রতিবাদে আগামীকাল ১৩ ডিসেম্বর শনিবার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে দলটি। একইসঙ্গে দলটি নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখা এবং সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে।

১২ ডিসেম্বর শুক্রবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ দলের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন।


রিজভী আহমেদ বলেন, শরিফ ওসমান হাদির ওপর হামলা, চট্টগ্রামে বিএনপির একজনের ওপর হামলাসহ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অপরাধীদের গ্রেপ্তারের আওতায় আনার দাবিতে শনিবার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্বাচনী প্রার্থীর ওপর এমন হামলা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available