• ঢাকা
  • |
  • সোমবার ২২শে পৌষ ১৪৩২ বিকাল ০৪:১৯:১০ (05-Jan-2026)
  • - ৩৩° সে:

বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান: মির্জা ফখরুল

৪ জানুয়ারী ২০২৬ রাত ০৮:৫০:০৯

বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে দুয়েক দিনের মধ্যে দলটির চেয়ারম্যানের দায়িত্ব নেবেন তারেক রহমান।

Ad

৪ জানুয়ারি রোববার সিলেটে একটি অভিজাত হোটেলের হলরুমে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Ad
Ad

নির্বাচন নিয়ে আশার সঞ্চার হয়েছে, নির্বাচনি পরিবেশ নিয়ে বিএনপির কোনো আশঙ্কা নেই জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতির কাছে সময়টা গুরুত্বপূর্ণ, কারণ ১৫ বছর পর প্রথম ভোটাধিকার প্রয়োগ করতে পারবে তারা।

এ সময় বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতা ও সিলেটের বিভিন্ন আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে ওঠতে হবে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, মবের ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। তাই মবোক্রেসির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ম্যান্ডেট না থাকলেও অন্তর্বর্তী সরকার বেশ কিছু প্রশংসনীয় সংস্কারের উদ্যোগ নিয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এই সরকার বর্তমানে কেয়ারটেকারে রূপ নিয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে দু-এক দিনের মধ্যেই দলের চেয়ারম্যানের দায়িত্ব নেবেন তারেক রহমান। যথারীতি সিলেট থেকেই শুরু করবেন আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা।

মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচন নিয়ে বিএনপির কোনো শঙ্কা নেই। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।

এর আগে আজ বিকেলে বিমানযোগে সিলেট পৌঁছে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন বিএনপির মহাসচিব।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর সিলেটে মহাসচিবের এটিই প্রথম সফর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেটে দলের দ্বিতীয় সর্বোচ্চ এ নেতার সফর ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস ও উদ্দীপনা।

সিলেটের ছয়টি নির্বাচনি আসনের মধ্যে সিলেট-৫ আসন জোটের প্রার্থীকে ছেড়ে দিয়েছে বিএনপি। এ ছাড়া সিলেট-৬ আসনে দলীয় সিদ্ধান্তে বিএনপির হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন দুজন প্রার্থী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









দৌলতখানে সরকারি খাস জমি উদ্ধার
দৌলতখানে সরকারি খাস জমি উদ্ধার
৫ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:১২:৪৭



Follow Us