নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ ৩০ জানুয়ারি শুক্রবার রংপুরে যাচ্ছেন। দীর্ঘ প্রায় ২০ বছর পর তিনি রংপুরে সফর করছেন।

বিএনপির সূত্র জানায়, তারেক রহমান সড়কপথে রংপুরে যাবেন। সফরের শুরুতে বিকাল পৌনে চারটার দিকে তিনি রংপুরের পীরগঞ্জে গিয়ে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর সেখান থেকে সরাসরি রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন।


দলীয় সূত্র অনুযায়ী, বিকেল পাঁচটার দিকে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
স্থানীয় বিএনপি নেতারা জানান, দলের চেয়ারম্যানের এই নির্বাচনী সফর ও জনসভা সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদগাহ মাঠে সমাবেশের জন্য মঞ্চ নির্মাণসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।
নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে এলাকায় মাইকিং করা হচ্ছে। তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available