• ঢাকা
  • |
  • শনিবার ১১ই মাঘ ১৪৩২ দুপুর ১২:৩৯:৪৩ (24-Jan-2026)
  • - ৩৩° সে:

তারেক রহমানের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ হাইপার প্রোপাগান্ডার অংশ: রিজভী

২৪ জানুয়ারী ২০২৬ সকাল ১১:১১:০৩

তারেক রহমানের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ হাইপার প্রোপাগান্ডার অংশ: রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং এটি একটি ‘হাইপার প্রোপাগান্ডার’ অংশ বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Ad

২৪ জানুয়ারি শনিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

রিজভী অভিযোগ করেন, রাজনীতিতে সক্রিয় না থাকা সত্ত্বেও শুধুমাত্র জিয়া পরিবারের সদস্য হওয়ার কারণে আরাফাত রহমান কোকো নিপীড়নের শিকার হয়েছেন। তিনি বলেন, ওয়ান-ইলেভেন পরবর্তী সময় এবং আওয়ামী লীগ সরকারের আমলে শারীরিক ও মানসিক নির্যাতনের ফলেই কোকোর অকাল মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, ‘দেশে এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল, যেখানে কেউ শান্তিতে নিজ গৃহে বসবাস করতে পারেনি। এই বেইনসাফির পরিণতিতেই ৫ আগস্ট শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে।’

নির্বাচনী প্রসঙ্গে রিজভী বলেন, নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধে তারেক রহমান উত্তরবঙ্গ সফর স্থগিত করেছিলেন। তিনি উল্লেখ করেন, ইসির বিধি মেনেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রচারণা চালাচ্ছেন। তার বক্তব্য জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলছে বলেই একটি মহল বিভ্রান্তি সৃষ্টি করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us