• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই মাঘ ১৪৩২ দুপুর ১২:২৭:২৮ (22-Jan-2026)
  • - ৩৩° সে:

জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত

২২ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৪৪:০৮

জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জোরদার করতে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Ad

বৈঠকটি ২১ জানুয়ারি বুধবার রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এ টি এম মা’ছুম। কমিটি সদস্যসচিব ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বৈঠকটি সঞ্চালনা করেন।

Ad
Ad

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সম্ভাব্য গণভোট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া নির্বাচনের প্রস্তুতি হিসেবে গঠিত বিভিন্ন কমিটি ও উপকমিটির কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। বৈঠকে ২২ জানুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া নির্বাচনী সফরসূচি চূড়ান্ত করা হয়েছে।

এছাড়া জাতীয় নির্বাচন পরিচালনা কমিটিতে নতুন করে ৯ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন সদস্যরা হলেন: সাবেক সচিব ড. খন্দকার খ ম কবিরুল ইসলাম, ড. খলিলুর রহমান মাদানী, অলি উল্লাহ নোমান, শহীদুল ইসলাম, ডা. আনোয়ারুল আযীম, মিসেস নুরুন্নিসা সিদ্দিকা, মিসেস সাঈদা রুম্মান, ডা. হাবিবা চৌধুরী সুইট ও আয়েশা সিদ্দিকা পারভীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান
বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান
২২ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৩৭:৪৬




Follow Us