নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ২০২৪ সালের জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্রনেতারা। তাঁকে গণতান্ত্রিক আন্দোলন ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে অভিহিত করেছেন তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিবৃতির মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং রাজনীতে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।


জুলাই আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মো. মাহফুজ আলম ফেসবুকে লিখেছেন, বেগম খালেদা জিয়া ‘গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক’ যার প্রজ্ঞা ও উপস্থিতি দেশের চলমান গণতান্ত্রিক রূপান্তরে অপরিহার্য। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন উপদেষ্টা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কারী মো. নাহিদ ইসলাম সোমবার এক দোয়া মাহফিলে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানান।
তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়। আমরা আশা করি, তিনি আমাদের সঙ্গে আরও অনেক বছর থাকবেন।
এনসিপির প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তাঁর অবস্থা সংকটাপন্ন হলেও স্থিতিশীল রয়েছে। তিনি বলেন, জনসাধারণের প্রার্থনাই এখন তার সবচেয়ে বড় সহায়।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকার বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আল্লাহ তাঁর ওপর দয়া করুন।
ডা. তাসনিম জারা দেশের মানুষকে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে খালেদা জিয়ার জন্য প্রার্থনা করার আহ্বান জানান এবং তাঁর সাহস, ধৈর্য ও প্রতিকূলতার মধ্যেও আপসহীনতার প্রশংসা করেন।
জুলাই আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল কাদের ‘নতুন বাংলাদেশ’-এ খালেদা জিয়ার প্রাসঙ্গিকতা তুলে ধরেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)র নেতারাও উদ্বেগ প্রকাশ করেছেন। ডাকসুর সহ-সভাপতি আবু সাদিক কায়েম লিখেছেন, রাজনৈতিক সহাবস্থান ও জাতীয় স্থিতিশীলতার জন্য ‘তার উপস্থিতি অপরিহার্য’ এবং তাঁর আরোগ্যের জন্য প্রার্থনা করার আহ্বান জানান।
ডাকসু’র সাধারণ সম্পাদক এসএম ফরহাদ বেগম খালেদা জিয়ার ‘গৃহিণী থেকে প্রধানমন্ত্রী’ হয়ে ওঠার যাত্রা এবং কর্তৃত্ববাদ মোকাবিলায় তার ভূমিকা স্মরণ করেন।
তিনি তার ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পর্ক, রাজনৈতিক দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিরোধ এবং চাপের মধ্যে বেগম জিয়ার দৃঢ় নেতৃত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, ছাত্র-নেতৃত্বাধীন জুলাই আন্দোলন শেখ হাসিনা সরকারের পতনের মাধ্যমে জাতির দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী সংগ্রামকে পূর্ণতা দিয়েছে।
খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার-কর্তৃত্ববাদের বিরুদ্ধে প্রতিরোধ এবং রাজনৈতিক-আদর্শিক বিভাজন অতিক্রম করে জোট গঠন-বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণে প্রাসঙ্গিক বলে ছাত্রনেতারা একমত পোষণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available