• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে কার্তিক ১৪৩২ বিকাল ০৪:০৮:৪৩ (06-Nov-2025)
  • - ৩৩° সে:

কেন বিএনপিতে যোগ দিলেন স্নিগ্ধ, জানালেন নিজেই

৬ নভেম্বর ২০২৫ দুপুর ০১:৪৯:০৩

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)তে যোগ দিয়েছেন। গত মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি দলের সদস্যপদ গ্রহণ করেন। স্নিগ্ধ হলেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই।

Ad

৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে স্নিগ্ধ তার এই রাজনৈতিক যোগদানের কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন।

Ad
Ad

স্ট্যাটাসে স্নিগ্ধ জানান, তিনি দীর্ঘদিন ধরে তরুণদের মাঝে উদীয়মান নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। এখন তিনি রাজনৈতিকভাবে অংশগ্রহণের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে তরুণদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চান।

তিনি স্পষ্ট করে বলেন, ‘আমরা বা আমাদের ভাইদের কেউই আগে রাজনীতিতে ছিলাম না। মুগ্ধ একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের জন্য জীবন দিয়েছেন। তাই আমি রাজনৈতিকভাবে যোগদান করছি। কিন্তু জুলাই শহীদ ও সকল শহীদদের কোনো রাজনৈতিক দলের নয়, তারা দেশের জন্য সবার। রাজনীতিতে আমার অংশগ্রহণ সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।

তিনি বিএনপিতে যোগদানের কারণ হিসেবে দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস, রাজনৈতিক দর্শন এবং রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা ২০২৩ এর সঙ্গে সরাসরি কাজ করার আগ্রহের কথা উল্লেখ করেন।

স্নিগ্ধ মনে করেন, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে জুলাইকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, বিএনপির সঙ্গে যুক্ত হয়ে জুনিয়র নেতৃত্ব ও তরুণদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করা যাবে এবং রাজনৈতিক ঐক্যের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণই তার অন্যতম লক্ষ্য।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
নওগাঁয় জমি নিয়ে বিরোধে হত্যা, আটক ১
৬ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:১২:০৫




Follow Us