• ঢাকা
  • |
  • সোমবার ৩রা ভাদ্র ১৪৩২ রাত ১১:৩৮:৫১ (18-Aug-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

৩ উপদেষ্টার সাথে জামায়াত সেক্রেটারির পৃথক সাক্ষাৎ ও মতবিনিময়

১৮ আগস্ট ২০২৫ রাত ০৯:৪০:০৯

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শিক্ষা, স্বরাষ্ট্র, পানিসম্পদ, বন ও পরিবেশ উপদেষ্টার সাথে পৃথক পৃথকভাবে সাক্ষাৎ করে খুলনা জেলার ডুমুরিয়া ও ফুলতলার বিভিন্ন সমস্যা সমাধান এবং উন্নয়নের বিষয়ে মতবিনিময় করেন। ১৮ আগস্ট সোমবার সচিবালয়ে এ সাক্ষৎ অনুষ্ঠিত হয়।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের সাথে সাক্ষাৎ করে ডুমুরিয়া-ফুলতলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সমস্যা, উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ, এমপিওভুক্তি ইত্যাদি বিষয়ে মতবিনিময় করেন। তিনি উপদেষ্টার নিকট অনুরোধ জানান যাতে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হয়। শিক্ষা উপদেষ্টা বিষয়টি মনোযোগসহকারে শুনেন এবং যথাযথভাবে বিবেচনার আশ্বাস প্রদান করেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথেও সাক্ষাৎ করেন। তার সাথে সাক্ষাৎকালে তিনি বিগত ফ্যাসিস্ট আমলে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলাসমূহ প্রত্যাহারের বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করেন। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও হিন্দু ধর্মাবলম্বীদের উপর একটি রাজনৈতিক গোষ্ঠীর হুমকি এবং ভয়-ভীতি প্রদানের বিষয়গুলো তুলে ধরেন। স্বরাষ্ট্র উপদেষ্টা সেক্রেটারি জেনারেলের বক্তব্য মনোযোগসহকারে শ্রবণ করেন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার পানিসম্পদ, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের সাথে সাক্ষাৎ করে খুলনার বিল ডাকাতিয়া, বিল সালাতিয়া, বিল বরুনা, বিল মধুগ্রাম, বিল বাদুড়িয়াসহ এই অঞ্চলের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সমস্যার ভয়াবহ চিত্র তুলে ধরেন। তিনি বলেন, বছরের পর বছর ধরে এই অঞ্চলের মানুষ ভোগান্তির শিকার হচ্ছে, ফসলি জমি নষ্ট হচ্ছে, ঘরবাড়ি পানিতে তলিয়ে যাচ্ছে এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে।

উপদেষ্টা অধ্যাপক গোলাম পরওয়ারের বক্তব্য গুরুত্বসহকারে শুনেন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীলদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠনের ঘোষণা দেন। এই কমিটি দ্রুত সময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ করবে। পাশাপাশি তিনি আশ্বাস দেন যে, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় মেশিনারি, সরঞ্জাম এবং অন্যান্য সহায়তা সরবরাহ করা হবে। তিনি আরও বলেন, এই অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সরকার আন্তরিক এবং অচিরেই দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা হবে। সেক্রেটারি জেনারেল সরকারের এই উদ্যোগকে মোবারকবাদ জানান এবং দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
পানি ও সমাজকল্যাণে নতুন সচিব
১৮ আগস্ট ২০২৫ রাত ০৮:৫৬:১১





সংবাদ ছবি
আশুলিয়ায় কৃষক লীগ নেতা গ্রেফতার
১৮ আগস্ট ২০২৫ রাত ০৮:২৪:১৩

সংবাদ ছবি
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৩৮০
১৮ আগস্ট ২০২৫ রাত ০৮:০৭:০১