• ঢাকা
  • |
  • রবিবার ২১শে পৌষ ১৪৩২ বিকাল ০৪:৫৮:১২ (04-Jan-2026)
  • - ৩৩° সে:

হাদি হত্যা

ফয়সালের ভিডিও পরীক্ষা-নিরীক্ষা করছে ডিএমপি

৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:৪৭

ফয়সালের ভিডিও পরীক্ষা-নিরীক্ষা করছে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে নিজের সংশ্লিষ্টতা নিয়ে ভিডিও বার্তা প্রকাশ করেছেন মামলার মূল আসামি ফয়সাল, যা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফয়সালের এ সংক্রান্ত দুটি ভিডিও বার্তা এখন পরীক্ষা-নিরীক্ষা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

Ad

৩ জানুয়ারি শনিবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

Ad
Ad

ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘এ-ফোর বসুন্ধরা পেপার ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ শীর্ষক ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার।

হাদি হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা নিয়ে প্রশ্ন করা হলে ডিএমপি কমিশনার বলেন, ভিডিওটি আমরা পেয়েছি এবং সেটি পরীক্ষা-নিরীক্ষা করছি। পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে। 

তবে, তদন্তের স্বার্থে এই মুহূর্তে এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি শেখ মো. সাজ্জাত আলী।

এদিকে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে পুলিশের বর্তমান প্রধান অগ্রাধিকার (টপ প্রায়োরিটি) হিসেবে উল্লেখ করেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, জানুয়ারি মাসের ২১ বা ২২ তারিখ থেকে নির্বাচনী প্রচার শুরু হতে পারে। তখনই মূল জটিলতা তৈরির সম্ভাবনা থাকে। আমরা নিরপেক্ষতার সাথে কাজ করতে চাই এবং আগামী ৪০ দিন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পারলে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।

নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে তিনি জানান, কোনো প্রার্থীর জীবনের ঝুঁকি কতটা, তা স্পেশাল ব্রাঞ্চের (এসবি) মাধ্যমে যাচাই করা হয়। ঝুঁকি নিশ্চিত হলে তবেই গানম্যান দেওয়া হচ্ছে। ইতোপূর্বে বেশ কয়েকজনকে গানম্যান দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনারদের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

এ সময় ঢাকার রাজপথে ঘন ঘন অবরোধ ও জনদুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাজ্জাত আলী। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর ২০২৫ সালটিও বেশ উত্তাল ছিল। বিভিন্ন গোষ্ঠীর দাবিদাওয়া নিয়ে রাস্তা ব্লক করার ফলে সাধারণ মানুষ ও রোগীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা জরুরি।

এছাড়া, ডিএমপি কমিশনার জানান, স্বচ্ছতা বজায় রাখতে লটারির মাধ্যমে ডিএমপির অফিসার ইনচার্জদের (ওসি) রদবদল করা হয়েছে। যদিও এতে কিছু প্রশাসনিক ও কৌশলগত অসুবিধা হচ্ছে, তবুও পুলিশ সদস্যরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করে যাচ্ছেন। বর্তমানে ঢাকা মহানগরীর অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এরপর সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের কোনো ভুল থাকলে তা অবশ্যই তুলে ধরবেন। তিনি মনে করেন, পুলিশের সাথে গণমাধ্যমের একটি মজবুত সেতুবন্ধ থাকা প্রয়োজন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সেনবাগে ২ ইটভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
সেনবাগে ২ ইটভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
৪ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:৪১:১৩

সীমান্ত এলাকা থেকে বিদেশি মদসহ আটক ২
সীমান্ত এলাকা থেকে বিদেশি মদসহ আটক ২
৪ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:২১:২৮




এলপি গ্যাসের দাম বাড়ল ৫৩ টাকা
এলপি গ্যাসের দাম বাড়ল ৫৩ টাকা
৪ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৩৬:০৯


ফুলবাড়ীতে ৩ ট্রলি চালকের কারাদণ্ড
ফুলবাড়ীতে ৩ ট্রলি চালকের কারাদণ্ড
৪ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:২৭:৩৮



Follow Us