• ঢাকা
  • |
  • সোমবার ২২শে পৌষ ১৪৩২ বিকাল ০৩:৫৭:০৮ (05-Jan-2026)
  • - ৩৩° সে:

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে বাঘ

৪ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৪৭:৫৩

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে বাঘ

বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনের গহিন অরণ্যে হরিণ শিকারিদের পাতা ফাঁদে এবার আটকা পড়েছে রয়েল বেঙ্গল টাইগার। 

Ad

৩ জানুয়ারি শনিবার মোংলা উপজেলার বৈদ্ধমারী সংলগ্ন সুন্দরবনের শরকির খাল এলাকার বনে এই ঘটনা ঘটে। ৪ জানুয়ারি রোববার আটকে পড়া বাঘটিকে উদ্ধারে বিশেষজ্ঞদের নিয়ে অভিযান শুরু করবে বন বিভাগ।

Ad
Ad

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, ‘মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খাল পাড়ের বনাঞ্চলে চোরা শিকারিরা হরিণ শিকারের জন্য ফাঁদ পেতেছিল। শনিবার দুপুরের পর খবর আসে, সেই ফাঁদেই একটি বাঘ আটকে পড়েছে।

খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সত্যতা নিশ্চিত করেন। বাঘটি বনের ভেতরে খাল পাড় থেকে প্রায় আধা কিলোমিটার গভীরে আটকে রয়েছে।

বন বিভাগ জানিয়েছে, বাঘটির নিরাপত্তা এবং সাধারণ মানুষের জানমালের সুরক্ষায় পুরো এলাকা ইতিমধ্যে কর্ডন বা ঘেরাও করে রাখা হয়েছে। যাতে কোনো উৎসুক জনতা বাঘটির কাছাকাছি যেতে না পারে।

বাঘটি নিরাপদে উদ্ধারে ঢাকা থেকে বন বিভাগের অভিজ্ঞ ভেটেরিনারি সার্জন (পশু চিকিৎসক) আনা হচ্ছে।

বন বিভাগ জানায়, প্রয়োজন হলে বাঘটিকে অচেতন করতে ‘ট্র্যাঙ্কুলাইজার গান’ ব্যবহার করা হবে। ট্র্যাঙ্কুলাইজারের মাধ্যমে বাঘটিকে আধা ঘণ্টা অচেতন রেখে ফাঁদ থেকে মুক্ত করা হবে।

সহকারী বনসংরক্ষক আরও জানান, বাঘটি যদি অন্য কোনোভাবে আঘাতপ্রাপ্ত বা অসুস্থ হয়ে থাকে, তবে সেটিকে উদ্ধার করে লোহার খাঁচায় বন্দি করা হবে। পরবর্তী চিকিৎসার জন্য সেটিকে খুলনা বা ঢাকায় বন বিভাগের রেসকিউ সেন্টারে পাঠানোর সব প্রস্তুতিও রাখা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







দৌলতখানে সরকারি খাস জমি উদ্ধার
দৌলতখানে সরকারি খাস জমি উদ্ধার
৫ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:১২:৪৭





Follow Us