নিজস্ব প্রতিবেদক: সাইবার হামলার ঝুঁকি এড়াতে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার এবং জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত ওয়েবসাইট সাময়িক বন্ধ রাখা হয়েছে। একটি কারিগরি দল সার্ভারে কাজ করছে। কিছুক্ষণ পরেই সার্ভার চালু হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
১৬ আগস্ট বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিক অশোক কুমার দেবনাথ।
তিনি বলেন, সার্ভারে কোনো ত্রুটি আছে কিনা এবং ত্রুটি থাকলে তা সারাতে কাজ করছে কারিগরি দল।
অশোক কুমার দেবনাথ বলেন, দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি সার্ভারে। কিন্তু এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্যভান্ডারের কোনো ডিজাস্টার রিকভারি সাইট বা যথাযথ ব্যাকআপ নেই।
ডিআরএস না থাকায় জাতীয় এই তথ্যভান্ডার অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, মঙ্গলবার রাত থেকে সার্ভার মেইনটেন্যান্সের কাজ করা হচ্ছে। এখন পর্যন্ত সার্ভারের কাজ চলমান রয়েছে। কিছুক্ষণের মধ্যেই সার্ভার ঠিক হয়ে যাবে। সরকারি ছুটি থাকলে আমরা সার্ভারের মেইনটেন্যান্সের কাজ করি।
এর আগে, সাইবার হামলার আশঙ্কায় ১৪ আগস্ট সোমবার অফিস শেষে সন্ধ্যায় ইসির সার্ভারগুলো বন্ধ করে দেওয়া হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available