• ঢাকা
  • |
  • শনিবার ৫ই আশ্বিন ১৪৩২ রাত ১১:২৩:৪০ (20-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

৩৮ ঘণ্টা পর পুরোপুরি সচল এনআইডি সার্ভার: মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক: টানা ৩৮ ঘণ্টা বন্ধ থাকার পর  জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার এবং জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত ওয়েবসাইট পুরোপুরি চালু হয়েছে।১৬ আগস্ট বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) এ কে এম হুমায়ুন কবীর।তিনি বলেছেন, সাইবার নিরাপত্তার জন্য বন্ধ ছিল জাতীয় পরিচয়পত্রের সেবা। গণমাধ্যমে সাইবার হামলার হুমকি সংক্রান্ত সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতেই এনআইডি সার্ভার বন্ধ রাখা হয়েছিল। তবে এখন এনআইডির সেবা চালু হয়েছে।এনআইডির সার্ভার বন্ধ করার বিষয়ে এ কে এম হুমায়ুন কবীর বলেন, সার্ভার হ্যাকের ঝুঁকি বিবেচনায় নিয়ে সেটা করা হয়েছিল। আমাদের জন্য এ মুহূর্তে কোনো থ্রেট নেই। এখান থেকে ১১৭টি প্রতিষ্ঠান ও সাধারণ নাগরিকরা সেবা পেয়ে থাকেন। সব মানুষের নিরাপত্তার জন্য এটা করছি। এখন সার্ভার ওপেন আছে সার্ভার থেকে সেবা দেওয়া হচ্ছে। ১৪ আগস্ট রাত ১২টার দিকে আমরা এটাকে বন্ধ করে দিয়েছিলাম, বুধবার সকালে এটা চালু করা হয়েছে।এ সময় তিনি জানান, সেবা গ্রহণকারী ১৭১টি প্রতিষ্ঠানকে বিষয়টি আগেই জানানো হয়েছে। তবে প্যানিক সৃষ্টির আশংকায় সাধারণ মানুষের জন্য পৃথকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।