সুন্দরবন প্রতিনিধি: সুন্দরবনে চোরা হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে বনবিভাগের বিশেষজ্ঞ দল।

৪ জানুয়ারি রোববার দুপুরে বাঘটিকে উদ্ধার করে খাঁচায় বন্দি করে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হচ্ছে।


বনবিভাগ সূত্র জানায়, উদ্ধারকৃত বাঘটির সামনের বাম পা বেশ কয়েকদিন ধরে ফাঁদে আটকে ছিল বলে ধারণা করা হচ্ছে। এতে পায়ে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, বাঘটি প্রায় ৪ থেকে ৫ দিন ধরে ফাঁদে আটকে ছিল।
৩ জানুয়ারি শনিবার দুপুরের পর মোংলার শরকির খাল এলাকা থেকে আধা কিলোমিটার ভেতরে হরিণ শিকারের ফাঁদে একটি বাঘ আটকে থাকার খবর পায় বনবিভাগ। খবর পাওয়ার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করা হয়। রোববার ঢাকা থেকে ভেটেরিনারি সার্জনসহ বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। এছাড়াও খুলনা থেকে বনবিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা উদ্ধার কাজে যোগ দেন।
রোববার দুপুর আড়াইটার দিকে ট্রানকুইলাইজার গান দিয়ে বাঘটিকে অচেতন করে ফাঁদ থেকে নিরাপদে উদ্ধার করা হয়।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, উদ্ধারকৃত বাঘটি অসুস্থ হয়ে পড়ায় প্রাথমিকভাবে ওষুধ ও স্যালাইন দেওয়া হয়েছে। তাকে খুলনায় বনবিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেসকিউ সেন্টারে নেওয়া হচ্ছে। সেখানে চিকিৎসা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে বনবিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা কার্যালয়ের মৎস্য বিশেষজ্ঞ ও স্মার্ট ডাটা কো-অর্ডিনেটর মো. মফিজুর রহমান চৌধুরী জানান, চিকিৎসার মাধ্যমে বাঘটিকে সুস্থ করে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available