নিজস্ব প্রতিবেদক: ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ৮ নভেম্বর শনিবার মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বেশ কয়েকজন জেলা প্রশাসককে বদলি করা হয়েছে এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নতুনভাবে জেলা প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে।


বদলি হওয়াদের মধ্যে রয়েছেন— বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসান নোয়াখালীতে, কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে, ভোলার ডিসি মো. আজাদ জাহান গাজীপুরে, বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলম ঢাকায়, সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলাম গাইবান্ধায় এবং খুলনার ডিসি মো. তৌফিকুর রহমান বগুড়ায় বদলি হয়েছেন।
নতুন ডিসি হলেন যারা:
একদিন নতুনভাবে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন—সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ বরগুনায়, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সচিব (উপসচিব) মো. আমিনুল ইসলাম সিরাজগঞ্জে, বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ পিরোজপুরে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পাবনা জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা আফরোজা আখতার সাতক্ষীরায়, স্থানীয় সরকার ফেনীর উপপরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেন বাগেরহাটে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) একান্ত সচিব স. ম. জামশেদ খোন্দকার খুলনায়, রাজউকের পরিচালক মো. ইকবাল হোসেন কুষ্টিয়ায় এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ডা. শামীম রহমান ভোলার জেলা প্রশাসক হয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available