ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক ও সদস্যসচিব হিসেবে আছেন যথাক্রমে এস এম সুইট ও ইয়াশিরুল কবির সৌরভ। এছাড়াও মুখ্য সংগঠক ও মুখপাত্র হিসেবে স্থান পেয়েছেন যথাক্রমে গোলাম রব্বানী ও সাদিয়া মাহমুদ মীম।

৮ নভেম্বর শনিবার রাত সাড়ে দশটা নাগাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বৈছাআ’র সভাপতি রিফাত রশিদ, সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম ও মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।


নবঘোষিত কমিটিতে আরও আছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক পংকজ রায়, যুগ্ম আহ্বায়ক সজীব ইসলাম, জাফর ইকবাল, আদিল মাহমুদ আসিফ, মিশনু আল আনসারি, মো. তারেক জাহান জয়, আবু সাঈদ, শিহাব উদ্দীন ও মো. মিনহাজুর রহমান মাহিম।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুবাশ্বির আমিন, যুগ্ম সদস্য সচিব হিসেবে বাধন বিশ্বাস স্পর্শ, মোস্তাকিম, সোহান, মো. আব্দুল্লাহ, রাজু, মোস্তাকিম, আবু সাঈদ ও শিহাব উদ্দীন আছেন। সংগঠক হিসেবে স্থান পেয়েছেন ইমরান হোসেন, মোহন রায়, আশিদুল ইসলাম, দীনবন্ধু রায় দেবা, শাকিল শেখ, আশিকুর রহমান, ফয়সাল মিয়া, শুভ আহমেদ রাজিব, পার্থ প্রতিম চক্রবর্তী ও সোহান।
এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে আছেন ফাইয়াজ লুবাত, ফাইন কাজী, মুতাসিম বিল্লাহ রায়হান, সৈয়দ রশীদ-নূর প্রদীপ, নিরব আলী, রিফাত হোসেন, রুহুল আমিন, মো. রিপন ইসলাম রতন, আরমান হক, স্বাধীন, মো. জিম, মো ইমরান শেখ, জোবায়ের বিন লতিফ, কে এম রিফাত তানজিম প্রিতম, চয়ন কুন্ডু, মো. হিমেল মোল্লা, মো মেহেদী হাসান ও প্রণব শর্মা।
নবনিযুক্ত সদস্যসচিব ইয়াশিরুল কবির সৌরভ বলেন, নতুন বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে আমাদের সকল কার্যক্রম চলমান থাকবে। যতদিন না আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে পারছি। এতে কমিটিতে যারা আছেন যারা নেই, জুলাইয়ের সকল সহযোদ্ধাদের সহযোগিতা কামনা করছি। বিশেষ করে ইবির সকল শিক্ষার্থী, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং সকল সাংবাদিকদের কাছে সহযোগিতা চাই।
এসময় নতুন কমিটির আহ্বায়ক এস এম সুইট বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের প্রতি তারা যে দায়িত্ব অর্পন করেছে তা পালন সর্বোচ্চ চেষ্টা করবো। জুলাইয়ের স্পিরিট ধারণে একটু সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে কাজ করে যাবো। এতে বিশ্ববিদ্যালয়ের সকল স্টেইক হোল্ডারের সহযোগিতা কামনা করছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available