নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অন্তর্বর্তী সরকার ‘বাধ্য হয়ে’ ভারতে ইলিশ পাঠাচ্ছে। দুর্গাপূজা উপলক্ষে এ বছর ১ হাজার ২০০ টন ইলিশ ভারতে রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৩ সেপ্টেম্বর শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়ির বাঁধ সংলগ্ন জলাশয়ে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
ফরিদা আখতার বলেন, দুর্গাপূজা উপলক্ষে ভারত বারবার ইলিশ রপ্তানির অনুরোধ করেছে। এর প্রেক্ষিতে বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতিপত্র নিয়ে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত হয়। তিনি বলেন, “একদিকে দুর্গাপূজা, অন্যদিকে তারা আমাদের প্রতিবেশী দেশ—সবকিছু বিবেচনা করেই আমরা ইলিশ দিতে বাধ্য হয়েছি।”
তিনি আরও বলেন, “খরচ হচ্ছে ৩৫ থেকে ৪০ হাজার, কিন্তু বরাদ্দ আছে ৩২ হাজার। বাকি টাকা কোথা থেকে আসবে? এই বরাদ্দের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে। আমি আগেও বলেছি, এখনো বলছি—বাংলাদেশের মানুষ আগে ইলিশ খাবে, তারপর অন্যরা।”
মতবিনিময় সভায় জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আবদুর রউফ, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available