• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই কার্তিক ১৪৩২ বিকাল ০৫:১০:৪৬ (01-Nov-2025)
  • - ৩৩° সে:

নোবিপ্রবিসাসের ‘বেস্ট কন্ট্রিবিউটর’ এশিয়ান টিভির তৌহিদ

১ নভেম্বর ২০২৫ সকাল ০৮:৫৭:৩৭

সংবাদ ছবি

নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) বর্ষসেরা বেস্ট কন্ট্রিবিউটর সাংবাদিকের পুরস্কার পেয়েছেন এশিয়ান টিভির ক্যাম্পাস প্রতিনিধি আব্দুল্লাহ আল তৌহিদ।

Ad

৩১ অক্টোবর শুক্রবার নোবিপ্রবিসাসের বার্ষিক মুখপত্র ‘ফাউন্টেনপেন’-এর তৃতীয় সংখ্যার মোড়ক উন্মোচন ও এক যুগপূর্তি অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা সাংবাদিকের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

Ad
Ad

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা সাংবাদিকদের পুরস্কার প্রদান করা হয়। বর্ষসেরা অনুসন্ধানী সাংবাদিকের পুরস্কার পেয়েছেন আমার দেশ পত্রিকার প্রতিনিধি নাহিদুল ইসলাম এবং আরটিভি প্রতিনিধি মো. রিয়াদুল ইসলাম। বর্ষসেরা বিশেষ প্রতিবেদন (প্রিন্ট) ক্যাটাগরিতে দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি মোস্তাকিম সাদিক এবং অনলাইন ক্যাটাগরিতে সময়ের কণ্ঠস্বর প্রতিনিধি তৌফিক আল মাহমুদকে পুরস্কৃত করা হয়। ফিচার ক্যাটাগরিতে রাইজিং বিডির মো. শফিউল্লাহ এবং বেস্ট কন্ট্রিবিউটর সাংবাদিক হিসেবে পুরস্কার পান এশিয়ান টিভির প্রতিনিধি আব্দুল্লাহ আল তৌহিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক এবং নোবিপ্রবিসাসের উপদেষ্টা এ. এফ. এম. আরিফুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নোবিপ্রবিসাসের সভাপতি মো. ইমাম হোসেন। আলোচনা সভায় বক্তারা সাংবাদিকতার দায়িত্ববোধ, নৈতিকতা ও সমাজে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
৭১ আমাদের জন্মের ঠিকানা : মির্জা ফখরুল
১ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৩:১৩






সংবাদ ছবি
বিএনপি গণভোট মানবে না: ব্যারিস্টার খোকন
১ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৫১:৩৯



Follow Us