মানবাধিকার দিবসে সম্মাননা পেলেন এশিয়ান টিভির জ. ই বুলবুল
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর বুধবার বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে হিউম্যান রাইটস কালচারাল সোসাইটির উদ্যোগে ‘মানবাধিকার রক্ষায় পারিবারিক শিক্ষার গুরুত্ব’ শীর্ষক এক আলোচনা সভা, গুণীজন সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. ছিদ্দিকুর রহমান মিয়া। অনুষ্ঠানে নিজ নিজ পেশায় বিশেষ অবদানের জন্য গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এশিয়ান টিভি ও দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার জ. ই বুলবুল, চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নিউরোসায়েন্স হাসপাতালের ক্লিনিক্যাল নিউরোরজি বিভাগের অধ্যাপক ডা. এম এস জহিরুল হক চৌধুরী প্রমুখ। তাদের হাতে পুরস্কার তোলে দেন প্রধান অতিথি বিচারপতি মো. ছিদ্দিকুর রহমান মিয়া।এসময় প্রধান অতিথি ছিদ্দিকুর রহমান মিয়া বলেন, ‘মানবাধিকার রক্ষার প্রথম শিক্ষা শুরু হয় পরিবার থেকে। নৈতিকতা, সৎ সাহস ও মানবিকতা বাড়াতে পরিবারকে আরও সচেতন ভূমিকা পালন করতে হবে।’অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন হিউম্যান রাইটস কালচারাল সোসাইটির সভাপতি রিফাত মাহবুব সাকিব। বিবিএন নিউজের চেয়ারম্যান শফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ আলোচক ছিলেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির চেয়ারম্যান এডভোকেট সাঈদুল হক সাঈদ, এম. শফিক উদ্দিন অপু প্রমুখ।পরে অনুষ্ঠানে শিশু শিল্পীদের দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশন করনো হয়।