কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কক্সবাজার জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। সভাপতি হিসেবে আব্দুল আলীম নোবেল এবং সাধারণ সম্পাদক হিসেবে আলহাজ্ব হাবিবুর রহমান সোহেল নির্বাচিত হয়েছেন।
২৩ সেপ্টেম্বর মঙ্গলবার কক্সবাজারের হোটেল রামাদায় রাত ১০টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
সভায় কণ্ঠ ভোটের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্দুল আলীম নোবেলকে সভাপতি এবং আলহাজ্ব হাবিবুর রহমান সোহেলকে সাধারণ সম্পাদক করে মোট ৩১ সদস্য বিশিষ্ট আগামী দুই বছর মেয়াদি কমিটি গঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নীলু ও সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন ও কক্সবাজার জেলা কমিটির সদস্য ও সাংবাদিক নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, অধিকার আদায়ের দৃঢ় প্রত্যয় এবং সামাজিক দায়বদ্ধতা ও পেশাদারিত্বের উপর গুরুত্বারোপ করেন।
এসময় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক নির্যাতিত সাংবাদিক পাশে দাঁড়ানোসহ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় সকলের সহযোগিতা কামনা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available