অনলাইন ডেস্ক: আজ বাংলা সাহিত্যের জনপ্রিয়তম কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্মদিন। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কামারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
উপন্যাস, নাটক, চলচ্চিত্র ও গান সব ক্ষেত্রেই তার অসামান্য সৃজনশীলতা বাংলা সংস্কৃতিকে দিয়েছে নতুন মাত্রা।

বাংলা সাহিত্যে সহজ ভাষায় জীবনের জটিল অনুভূতি প্রকাশের যে ধারা, তার প্রবর্তক বলা হয় হুমায়ুন আহমেদকে। তার সৃষ্ট জনপ্রিয় চরিত্র ‘হিমু’, ‘মিসির আলি’ ও ‘বাকের ভাই’ আজও পাঠকের হৃদয়ে সমানভাবে জীবন্ত।


হুমায়ুন আহমেদের সাহিত্যিক অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বহু সম্মাননা ও পুরস্কার। এর মধ্যে উল্লেখযোগ্য একুশে পদক (১৯৯৪), বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮১), ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, হুমায়ুন কাব্য পুরস্কার ও মেরিল প্রথম আলো পুরস্কার।
তার রচিত প্রায় ৩০০টি বই বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ হিসেবে গণ্য হয়।
লেখক, পাঠক ও সংস্কৃতিকর্মীরা মনে করেন, হুমায়ুন আহমেদ কেবল একজন সাহিত্যিক নন, তিনি ছিলেন সময়ের এক প্রতিচ্ছবি। যিনি গল্পের মাধ্যমে সাধারণ মানুষের সুখ-দুঃখ, ভালোবাসা আর সংগ্রামের ভাষা খুঁজে পেয়েছিলেন।
২০১২ সালের ১৯ জুলাই নিউইয়র্কে তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু তার সাহিত্য, সংলাপ ও চরিত্রগুলো আজও জীবন্ত, যেমন সহজ, আপন, আর অকৃত্রিম ছিলেন তিনি নিজে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available