নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দলগুলো নির্বাচনে খেলবে, আর নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

১৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্বোধন করে এ কথা বলেন তিনি।


এ সময় তিনি বলেন, ‘নির্বাচনে খেলবে রাজনৈতিক দলগুলো। ইসি থাকবে নিরপেক্ষ রেফারির ভূমিকায়। দলগুলোর সহায়তা ছাড়া সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করা কঠিন। মূল খেলোয়াড়দের সহায়তা না পেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।’
সিইসি বলেন, ‘বিশেষ পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে। তাই বাড়তি কাজের চাপ ইসির ওপর। তাই দলগুলোর সহায়তা বেশি প্রয়োজন। সোশ্যাল মিডিয়ায় অপতথ্য বড় চ্যালেঞ্জ।’
তিনি আরও বলেন, ‘৫৪ দলই ইসির কাছে সমান গুরুত্ব পাবে। বড়-ছোট বলে কিছু নেই। নিবন্ধিত হলেই হবে।’
নির্বাচন কমিশন পোস্টার নিষিদ্ধ করলেও সারা ঢাকা শহর এখনো পোস্টারে ছেয়ে আছে। এ নিয়ে সিইসি বলেন, ‘ইসি পোস্টার নিষিদ্ধ করার পরেও শহরের যে চিত্র, তা অনভিপ্রেত পোস্টারগুলো যদি দলগুলো নিজেরাই স্ব-উদ্যোগে সরিয়ে ফেলে, তবে এটাই হবে সবচেয়ে ভদ্র আচরণ। আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে কমিশন কোনোভাবেই ছাড় দেবে না।’
এ সময় রাজনৈতিক দলগুলো জানায়, শহর-গ্রামে নিরাপত্তাহীন পরিস্থিতি বিরাজ করছে। তফসিল ঘোষণার আগে থেকেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে ইসিকে কাজ করতে হবে। নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে, আরপিওর এই ধারার ফলে বৈষম্য হবে। ছোট অনিবন্ধিত দলগুলোর জন্য সমস্যা তৈরি হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available