• ঢাকা
  • |
  • রবিবার ২রা অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:০১:১৯ (16-Nov-2025)
  • - ৩৩° সে:

বিচারকদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা চেয়ে রিট দায়ের

১৬ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৫৮:১১

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: আদালত প্রাঙ্গণে ও বাসস্থানে অধস্তন আদালতের বিচারকদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে।

Ad

১৬ নভেম্বর রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ এ রিট দায়ের করেন।

Ad
Ad

স্বরাষ্ট্র সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। চলতি সপ্তাহে শিকদার মো. মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

এদিকে, রাজশাহী মহানগর দায়রা জজের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা করার পরিপ্রেক্ষিতে বিচারকদের ঘোষিত দুই দফা দাবি পূরণের আশ্বাস দিয়েছে সরকার। এই প্রেক্ষাপটে বিচারকদের পূর্ব ঘোষণা অনুযায়ী রোববারের কলম বিরতি কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।

সারাদেশের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম এবং মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, দুই দফা দাবির পরিপ্রেক্ষিতে সরকারের আমন্ত্রণে বিচার বিভাগের কয়েকজন সিনিয়র কর্মকর্তাসহ অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে আইন উপদেষ্টা বিচারকদের দাবি দুটির সঙ্গে একমত পোষণ করে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। তারই পরিপ্রেক্ষিতে অ্যাসোসিয়েশনের পূর্বঘোষিত কলমবিরতি কর্মসূচি আপাতত স্থগিত করা হলো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
সাভারে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ
১৬ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:০৩:৪৫


সংবাদ ছবি
নওগাঁয় ইটভাটা বন্ধের প্রতিবাদে মানববন্ধন
১৬ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:২৭:০০


সংবাদ ছবি
বাসাইলে পুলিশের অভিযানে ৪ জুয়াড়ি আটক
১৬ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:০২:৩৩


Follow Us